সোমনাথ ভট্টাচার্য,


‘আজাদী কা অমৃত মহোৎসবে’র অংশ হিসাবে প্যান ইন্ডিয়া সচেতনতা এবং প্রচার কর্মসূচি কে সফল করতে জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ পূর্ব বর্ধমান এর উদ্যোগে মন্তেশ্বর থানার অন্তর্গত করন্দা গ্রামে একটি আইনি সচেতনতা শিবির এর মাধ্যমে  রবিবার জাতিসংঘ দিবস পালিত হলো। এই শিবিরে উপস্থিত ছিলেন জেলা আইনী পরিষেবা কর্তৃপক্ষ পূর্ব বর্ধমান এর সচিব তথা বিচারক  শুভঙ্কর বিশ্বাস ,কলকাতা হাইকোর্টের আইনজীবী মিলন কোওয়ার, স্থানীয় পঞ্চায়েত প্রধান বাপি সেখ,পার্শ্ব আইনী সেচ্ছাসেবক অমলেন্দু ঘোষ ও বিশ্বদ্বীপ কার্ফা।এই শিবিরে আসা মানুষদের আইনি সহায়তার পাশাপাশি আইনি পরামর্শ সহ  আইনি পরিষেবা কর্তৃপক্ষের তৈরি নিজস্ব লিফলেট, বই বিলি করা হয়েছে। আশা করা যায় এই রকম শিবিরের মাধ্যমে সচেতন হয়ে সাধারণ মানুষ তাদের প্রাপ্য অধিকার বুঝে নিতে পারবেন বলে জানা গেছে ।

Leave a Reply