সাধন মন্ডল,

বাঁকুড়া জেলা পুলিশের উদ্যোগে জয়পুর থানা পরিচালনায় এলাকার শিশু ও অসহায় মানুষদের মুখে হাসি ফোটাতে উষ্ণতার পরশ,এক মুঠো ভরসা আর বুক ভরা আন্তরিকতা নিয়ে জয়পুর থানার নূতন গ্রাম, মুড়াবাড়িতে আজ দুপুরে, শিশুদের মাঝে পুলিশ সুপার বৈভব তেওয়ারি হাজির হয়ে উপহার তুলে দিলেন এছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার গণেশ বিশ্বাস সহ অন্যান্য পুলিশ আধিকারিক বৃন্দ
এই কর্মসূচি টি রূপায়ণ করতে সর্বতোভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন মল্লভূম প্রয়াস ও স্বর্গীয় চমন লাল মুঞ্জল ট্রাষ্ট।

Leave a Reply