জমজমাট ভাতারের রামপুর গ্রামের দোল উৎসব।
সেখ মিলন (ভাতাড়, পূর্ব বর্ধমান)
রঙের উৎসব দোল উৎসব। দোল উৎসব এলেই মনে পড়ে শান্তিনিকেতনের দোল উৎসবের কথা। বর্তমানে শান্তিনিকেতনের আদলে দোল উৎসব ছড়িয়েছে গ্রামবাংলায় । পূর্ব বর্ধমানের ভাতারের রামপুর গ্রামে রামপুর পল্লীমঙ্গল সমিতি ও গুপ্তপাড়া পুজো কমিটির উদ্যোগে শান্তিনিকেতনের আদলেই পালিত হল দোল উৎসব। উৎসবের আনন্দ সকলের মধ্যে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে একে অপরকে নানান রঙে রাঙিয়ে আয়োজন করা হয় দোল উৎসব। ভাতারের রামপুর বাসস্ট্যান্ড থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে রামপুর গ্রাম পরিক্রমা করে। শোভাযাত্রায় অংশ নেন নাম সংকীর্তনের দল, আদিবাসী নৃত্য, নানান ধরনের বাদ্যযন্ত্রের দল। ডান্ডিয়া খেলায় প্রদর্শনীতে অংশ নেন নৃত্যশিল্পীরা।
রামপুর পল্লীমঙ্গল সমিতি ও গুপ্তপাড়া পুজো কমিটির অন্যতম সদস্য বিশ্বনাথ গুপ্ত বলেন, বিগত দিনে রামপুর গ্রামে দোল উৎসব সেভাবে পালন হতো না। দোল উৎসবের আনন্দ সকলের মধ্যে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এই উৎসবের আয়োজন করা হয়েছে। ধর্ম, বর্ণ সমন্বয়ে সকল ধর্মের মানুষের উপস্থিতিতে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। বর্ধমান ও বোলপুরের নৃত্য শিল্পীরা এই শোভাযাত্রায় অংশ নিয়েছেন। শোভাযাত্রাটি গ্রাম পরিক্রমার পর রামপুর গুপ্তপাড়ায় একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।