জমজমাট বসন্ত উৎসব আগরপাড়ায়


দীপঙ্কর সমাদ্দার: কোকিলের কুহু কুহু, পলাশ ভরেছে গাছে, মৃদুমন্দ বাতাসে মন কেন নাচে, কারণ বসন্ত এসে গেছে। এই বসন্ত উৎসবের আয়োজন করেছিল আগরপাড়ায় ‘গাঙ্গুলী পাড়া ষষ্ঠীতলা উন্নয়ন সমিতি’ তাদের নিজস্ব খেলার মাঠে।।
গাঙ্গুলী পাড়ার ছোট ছোট ছেলেমেয়েরা বসন্তের রঙে অপূর্ব সুন্দর সাজসজ্জা করে বসন্তের উপরে গানের সাথে অপূর্ব সুন্দর নৃত্য প্রদর্শন করল যা প্রশংসার দাবি রাখে। অনুষ্ঠানের শুরুতেই মৃদুল ঘটকের দরাজ, সুরেলা কণ্ঠে বসন্তের উপর বেশ কয়েক খানি গান মুগ্ধ করল। গিটারে যন্ত্র সঙ্গীতে সংগীতের সুরে প্রাণ ভরিয়ে দিল রুপম বিশ্বাস ও প্রত্যয় দাস। আলোকপ্রাপ্তা দাস ও মন্দিরা দের গান পরিবেশনের পরেই উপস্থিত জনস্রোত করতালিতে মুখরিত করল উৎসব প্রাঙ্গণ। সুস্মিতা মন্ডল, সঙ্গীতা মন্ডল, পায়েল মন্ডল, স্নেহা সরকার, সংস্থিতা রায়, ঈশিকা পাল, সমৃদ্ধা দাস নৃত্য পরিবেশন করে প্রশংসা অর্জন করলো। ‘সীমা ডান্স গ্রুপের’ নৃত্যশিল্পীরা প্রত্যেকেই বসন্তের উপরে প্রত্যেকটা নৃত্য মন জয় করল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পানিহাটি পৌরসভার ২৬ নম্বর ওয়ার্ডের পৌর মাতা শ্রাবন্তী রায়, পৌর মাতা জানালেন গাঙ্গুলী পাড়ার সমস্ত অনুষ্ঠান ভীষণ ভালোভাবে অনুষ্ঠিত হয় শুধুমাত্র পাড়ার সমস্ত সাংস্কৃতিক প্রিয় প্রত্যেকটা মানুষের জন্য। তিনি সিদ্ধার্থ রায় চৌধুরী সহ সমিতির প্রত্যেক সদস্যকে ধন্যবাদ জানালেন। উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক শুকদেব গাঙ্গুলী সহ বিভিন্ন ক্লাবের সম্মানীয় মানুষেরা।। সমিতির পক্ষ থেকে উপস্থিত প্রত্যেক অতিথি ও ক্লাব সদস্যকে বরণ করে নেন সুশান্ত উকিল, প্রদ্যুৎ গাঙ্গুলী সহ সমিতির অন্যান্য সদস্যেরা।। সমিতির পক্ষে সিদ্ধার্থ রায় চৌধুরী জানালেন তাদের পাড়ায় বসন্ত উৎসব এই প্রথম বছর এবং প্রথম বছরেই সমগ্র এলাকার মানুষ এইভাবে সামিল হবে এটা ধারণার বাইরে ছিল,তাই প্রতিবছর এই অনুষ্ঠানটি ধরে রাখার প্রেরণা পেলাম। পাড়ার মানুষদের এবার থেকে বসন্ত উৎসবের আনন্দ পেতে আর বাইরে যেতে হবে না পাড়াতেই সে আনন্দ উপভোগ করবে। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন চারুচন্দ্র আর্ট সেন্টারের কর্ণধার।। এক কথায় সমগ্র অনুষ্ঠানটি প্রশংসার দাবি রাখে।।

Leave a Reply