জনপ্রিয় সংবাদপত্র কড়াখবরের সতেরো তম বার্ষিক অনুষ্ঠানে বিশিষ্টজন সম্বর্ধনা সহ আন্তর্জাতিক নারী দিবস পালন

নিঃসঃ— 8 মার্চ শনিবার আন্তর্জাতিক নারী দিবসের দিন জনপ্রিয় সংবাদপত্র কড়াখবরের পক্ষ থেকে কলকাতার ঐতিহাসিক ভারত সভা হলে আয়োজিত হোল স্বাধীনোত্তর ভারতে নারী সুরক্ষা বিষয়ক এক মনোজ্ঞ আলোচনাচক্র ও বাংলার বিভিন্ন প্রান্তের নিরবে নিভৃতে কাজ করে যে সমস্ত মানুষেরা বাংলা মায়ের মুখ উজ্জ্বল করেছেন সেই সকল মানুষদের মধ্যে কয়েকজন মানুষকে বঙ্গ গৌরব 2025 সম্মানে সম্মানিত করা। এদিন অনুষ্ঠানের উদ্বোধন করলেন পঞ্চায়েতী আখড়ার মহামণ্ডলেশ্বর স্বামী পরমাত্মানন্দজী মহারাজ। প্রধান বক্তা ছিলেন জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক ও অভিনেত্রী পাপিয়া অধিকারী এছাড়া বিশেষ বক্তা ছিলেন জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী সোমা চক্রবর্তী । আলোচনাচক্রে প্রত্যেকের মুখে ধ্বনিত হোল আমাদের মাতৃজাতি নারীকে যদি আমরা যথার্থ মর্যাদা দিতে না পারি তাহলে মানবজাতির ধ্বংস অনিবার্য। অনুষ্ঠানে কড়াখবরের সম্পাদক সাংবাদিক কৃষ্ণ প্রসাদ পাত্র বলেন যে অর্থনৈতিক নানা প্রতিকূলতার মধ্যে দিয়েই তিনি কিছু শুভানুধ্যায়ীদের আন্তরিক সহযোগিতার জন্য নিরবিচ্ছিন্নভাবে এখনও পত্রিকাটি প্রকাশ করে যেতে পারছেন। যে সমস্ত মানুষেরা তাঁর সঙ্গে আছেন তাঁদের তিনি ধন্যবাদ জানান।
এদিন উপস্থিত বেশ কয়েকজন গুণীজনকে বঙ্গ গৌরব 2025 সম্মান জ্ঞাপন করা হোল। তাঁরা হলেন মহামণ্ডলেশ্বর স্বামী পরমাত্মানন্দ মহারাজ, অভিনেত্রী পাপিয়া অধিকারী, অভিনেত্রী সোমা চক্রবর্তী, সমাজসেবী সন্দীপ ভৌমিক,সমাজসেবী মনোতোষ বেরা, সমাজসেবী ভোলা সামুই, নাট্য পরিচালক চিরঞ্জীব গুহ, চলচ্চিত্র পরিচালক বিশ্বরূপ সিনহা, সমাজসেবী সোনালী বেগম শেখ, সমাজসেবী ডঃ স্বাতী ঘোষাল, রাজ জ্যোতিষ পন্ডিত অনিমেষ শাস্ত্রী, শ্রমিক সংগঠণের নেতৃত্ব হিমাদ্রী ভট্টাচার্য, সমাজসেবী আলহ্বাজ শেখ সিরাজুল হক,সমাজসেবী প্রতাপ কুমার মন্ডল,সমাজসেবী কুমার কান্তি রায়, বিশিষ্ট কবি ও সাহিত্যিক রণজিৎ যশ, সমাজসেবী সাগর সিং, সমাজসেবী আদ্য প্রসাদ কুশওয়াহা প্রমুখ।

Leave a Reply