জনপ্রিয় কণ্ঠশিল্পী এ এফ সৈকত ও ফাইজা জয়া’র প্রথম অভিনীত মিউজিক ভিডিও মুক্তি পেতে যাচ্ছে
কাজী নূর।। প্রবাস জীবনে ত্যাগ, কষ্টের আহাজারি নিয়ে নির্মিত ‘আপন মানুষ ছাইড়া বিদেশ’ শিরোনামে মিউজিক ভিডিও মুক্তি পেতে যাচ্ছে শিঘ্রই। প্রথমবারের মতো এই মিউজিক ভিডিওটিতে অভিনয় করেছেন সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী এ এফ সৈকত ও ফাইজা জয়া জুটি। ইতোমধ্যে গানটির পোস্টার এবং শুটিংকালীন সময়ের কিছু স্টিল ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। আলোচনার জন্ম দিয়েছে গান পাড়ায়। গানটির ভিডিওচিত্র নির্মাণ করেছেন, আর এইচ শিহাব। পাবলিসিটি ডিজাইন করেছেন, এস এম মোমেন এবং ডিস্ট্রিবিউশন এর দায়িত্বে পি টিউন স্টুডিও।
‘আপন মানুষ ছাইড়া বিদেশ’ শিরোনামের গানটির কথা লিখেছেন যশোরের গীতিকবি মুগ্ধতার কবি খ্যাত রাজ পথিক, সুর, সংগীত পরিচালনা ও কণ্ঠ দিয়েছেন তরুণ এবং প্রতিভাবান সংগীত পরিচালক এ এফ সৈকত। ‘আপন মানুষ ছাইড়া বিদেশ’ গানটি রিলিজ হবে ‘প্রিয় গান’ এর ব্যানারে।