জনজোয়ারে ভাসলো জঙ্গলমহল উৎসব । সাধন মন্ডল বাঁকুড়া,:– বাঁকুড়া সারেঙ্গা মিশন ময়দানে জেলা পর্যায়ের জঙ্গলমহল উৎসব শুরু হয়েছিল গত 17 ই জানুয়ারি প্রদীপ প্রজ্বলন এর মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেছিলেন সভাধিপতি তথা রায়পুর বিধানসভার বিধায়ক মৃত্যুঞ্জয় মুর্মু ও তালডাংরা বিধানসভার বিধায়ক অরূপ চক্রবর্তী। আজ তার পরিসমাপ্তি হল আদিবাসী নৃত্য দলের জনজোয়ারের মধ্য দিয়ে। জঙ্গলমহলের রায়পুর ,সারেঙ্গা, রানিবাঁধ ও সিমলাপাল ব্লক এলাকার প্রায় পঞ্চাশটি নৃত্য তাদের নৃত্য তুলে ধরলেন সারেঙ্গা মিশন ময়দানে। আজ ৮০০০ মানুষের সমাগম ঘটে ছিল পরিসমাপ্তি অনুষ্ঠানে । প্রতিটি নৃত্য দলকে সম্মানিক তুলে দিলেন তারা এবং বিধায়কগণ দলের সাথে ধামসা মাদল বাজিয়ে তাদের সাথে আনন্দ ভাগ করে নিলেন । এছাড়া আজকে উপস্থিত ছিলেন খাতড়া মহকুমা শাসক মৈত্রী চক্রবর্তী, খাতড়া মহকুমা পুলিশ আধিকারিক কাশীনাথ মিস্ত্রি, জঙ্গলমহল এলাকার সমস্ত সমষ্টি উন্নয়ন আধিকারিক গণ।

Leave a Reply