সাধন মন্ডল,

৩০ শে জুন হুল দিবস। ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহের স্মরণে সারা রাজ্যের সাথে বাঁকুড়া জেলাতেও যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে ১৬৮ তম হুল দিবস ।এই উপলক্ষে আদিবাসী কল্যাণ দপ্তরের উদ্যোগে বাঁকুড়ার তালডাংরা ব্লকের বিবরদা সচ্চদানন্দ উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠানে হাজির হয়েছিলেন বাঁকুড়া জেলা পরিষদের সভাধিপতি মৃত্যুঞ্জয় মূর্মু, তালডাংরা বিধানসভার বিধায়ক অরূপ চক্রবর্তী বাঁকুড়া জেলা পুলিশ সুপার বৈভব তেওয়ারি খাতড়া মহকুমা শাসক মৈত্রী চক্রবর্তী সহ তালডাংরা পঞ্চায়েত সমিতির সভাপতি অনুসূয়া রায় তালডাংরা সমষ্টি উন্নয়ন আধিকারিক সহ আদিবাসী উন্নয়ন দপ্তরের আধিকারিক বৃন্দ ও এলাকার আপামর জনসাধারন। সভা শুরুর আগে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বিবরদা বাজার পরিক্রমা করে সভাস্থলে এসে শেষ হয় এবং সিধু কানুর প্রতিকৃতিতে মাল্যদান করে অনুষ্ঠানের সূচনা হয়। শহীদের প্রতিকৃতিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান উপস্থিত অতিথিবৃন্দ ।হুল দিবসের তাৎপর্য বিশ্লেষণ করে বক্তব্য রাখেন সভাপতি মৃত্যুঞ্জয় মুর্মু ও বিধায়কঅরূপ চক্রবর্তী সহ বিশিষ্ট অতিথিবৃন্দ। এদিনের মঞ্চ থেকে সরকারি পরিষেবা প্রদান করা হয়। অনুষ্ঠান চলবে আগামীকাল পর্যন্ত।

Leave a Reply