সাধন মন্ডল

তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সোমবার বিকেল চারটে পনের মিনিট নাগাদ সারেঙ্গা গোবিন্দপুর ফুটবল মাঠে হেলিকপ্টার ের আসেন ।সেখানে তাকে অভ্যর্থনা জানান সারেঙ্গা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সুব্রত মিশ্র , রাইপুর বিধানসভার বিধায়ক মৃত্যুঞ্জয় মুর্মু , তালড্যাংরা বিধানসভার বিধায়ক অরূপ চক্রবর্তী , প্রাক্তন বিধায়ক সমীর চক্রবর্তী সারেঙ্গা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তথা হেলিপ্যাডের দায়িত্বে থাকা তৃণমূল কর্মী সমাজসেবী শান্তি সরেন, তোতন খিলাড়ি প্রমূখ। এরপর তিনি গাড়িতে করে গোবিন্দপুর বাসস্ট্যান্ডে আসেন সেখানে তার নির্ধারিত হুট খোলা গাড়িতে তিনি উঠে পড়েন এবং জনতার উদ্দেশ্যে হাত নাড়তে থাকেন এরপর তিনি সেখান থেকে উপস্থিত দলীয় কর্মী সমর্থকদের রোড শো তে অংশ নেন,তার সাথে হুডখোলা গাড়িতে ছিলেন বিধায়ক তথা বাঁকুড়া জেলা পরিষদের বিদায়ী সভাধিপতি মৃত্যুঞ্জয় মুর্মু ,বিধায়ক অরূপ চক্রবর্তী। প্রাক্তন বিধায়ক সমীর চক্রবর্তী। রোড শো ছিল গোবিন্দপুর মোড় থেকে সারেঙ্গা মিশন মাঠ পর্যন্ত এখানে তিনি গাড়ি থেকে নেমে আবার হেলিপ্যাডের উদ্দেশ্যে রওনা দেন। প্রায় আধঘন্টা তিনি রোড শো তে অংশ নেন গাড়ি থেকে জনতার উদ্দেশ্যে হাত নাড়েন ও প্রণাম জানান এবং গোলাপ ফুলের পাপড়ি ছুঁড়েদেন জনতার উদ্দেশ্যে ।এদিনের এই রোড শো তে বিভিন্ন প্রান্ত থেকে প্রায় 8 থেকে 10 হাজার দলীয় কর্মী সমর্থক হাজির হয়েছিলেন।। রোড শো কে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা ছিল আঁটোসাঁটো। জেলার বিভিন্ন প্রান্তের পুলিশ কর্মী ও আধিকারিক বৃন্দ ছাড়াও হাজির ছিলেন বাঁকুড়া জেলা পুলিশ সুপার বৈভব তেওয়ারি খাতরা মহকুমা পুলিশ আধিকারিক কাশিনাথ মিস্ত্রি সহ এক ঝাঁক পুলিশ অফিসার ও অভিষেক ব্যানার্জির ব্যক্তিগত দেহরক্ষী গন। অভিষেক বন্দ্যোপাধ্যায় এর রোড শো শুরু হওয়ার আগে তার হুট খোলা গাড়ি পুলিশ কুকুর দিয়ে ও মেটাল ডিটেক্টর দিয়ে গাড়িগুলি পরীক্ষা করা হয়।

Leave a Reply