সাধন মন্ডল,
কেশে আদিবাসী সুসৈর গাওতা র পরিচালনায় দুইদিনের ফুটবলপ্রতিযোগিতা বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ভগড়া ফুটবল ময়দানে অনুষ্ঠিত হলো আজ চূড়ান্ত পর্যায়ের খেলায় অংশগ্রহণ করে মানস একাদশ ফুটবল টিম (বেড়া) ও ঢেঙ্গাআম ফুটবল টিমের মধ্যে । খেলায় মানস একাদশ ফুটবল টিম জয়লাভ করে। চূড়ান্ত পর্যায়ের খেলায় উপস্থিত ছিলেন কেসে শুসৌর গাঁওতা র সভাপতি কমলাকান্ত সরেন ,রায়পুর বিধানসভার বিধায়ক মৃত্যুঞ্জয় মুর্মু ,জাতীয় শিক্ষক জগবন্ধু মাহাতো ,বিশিষ্ট সমাজসেবী বারিদবরণ প্রমূখ। খেলা দেখার জন্য প্রায় 3000 ফুটবলপ্রেমী হাজির হয়েছিলেন। উল্লেখ্য বিভিন্ন এলাকা থেকে এই প্রতিযোগিতায় মোট 16 টি দল অংশগ্রহণ করেছিল।