সাধন মন্ডল,
পুজো পরিক্রমায় জঙ্গলমহলের রায়পুরে চান্দু ডাঙ্গা গ্রামের মা মহামায়া মন্দির এলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী তথা বাঁকুড়া সংসদ ডাক্তার সুভাষ সরকার এখানে এসে তিনি মায়ের মন্দিরে গিয়ে প্রণাম করেন ও দেশকে করোনা থেকে মুক্তি পেতে মায়ের কাছে আবেদন জানান পরে পুজো কমিটির ও মন্দির নির্মাণ কমিটি সদস্যদের সাথে কথা বলেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন তিনি জেলার বিভিন্ন পুজো মণ্ডপে যাচ্ছেন এবং তাদের বিভিন্ন বিষয়ে সচেতন ও তার বার্তা দিচ্ছেন রায়পুরের এই চান্দু ডাঙ্গা গ্রাম মা মহামায়া যে বরাহী মূর্তিটি রয়েছে সেই রকম আর একটি মূর্তি রয়েছে রাজস্থানে এছাড়া আমাদের দেশে আর কোথাও আছে বলে আমার জানা নেই তাই ইতিহাসের দিক থেকে এই রায়পুরের মহামায়া মন্দির একটি জাগ্রত মন্দির