জঙ্গলমহলের স্কুলে রক্তদান শিবির:—–আজ দোসরা অক্টোবর জাতির জনক মহাত্মা গান্ধীর শুভ জন্মদিন আজকের দিনে আজ থেকে ৭৫ বছর আগে জঙ্গলমহলের সারেঙ্গায় প্রতিষ্ঠিত হয়েছিল সারেঙ্গা মহাত্মা জী বিদ্যাপীঠ এই বিদ্যাপীঠের প্লাটিনাম জুবিলী উৎসব উপলক্ষে আজ এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল শিবিরে ১৩ জন মহিলা সহ মোট ৭৫ জন স্বেচ্ছায় রক্তদান করেন। রক্তদাতাদের উৎসাহ দিতে রক্তদান শিবিরে হাজির ছিলেন সারেঙ্গা রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী তদ্বোধানন্দ জি মহারাজ সারেঙ্গা সমষ্টি উন্নয়ন আধিকারিক ফাহিম আলম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক তুষার কান্তি তপাদার ,বিদ্যালয় পরিচালন কমিটির সভাপতি তারাশঙ্কর মহাপাত্র, সদস্য সৌমিত্র ঘন্টেশ্বরী বিশিষ্ট সমাজসেবী প্রদ্যোৎ চৌধুরী, সুব্রত মিশ্র প্রমুখ। এ দিনের রক্ত দিতে প্রাক্তন ছাত্র-ছাত্রীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল লক্ষণীয়।

Leave a Reply