জঙ্গলমহলের সারেঙ্গায় স্কুলের প্লাটিনাম জুবিলী উৎসবের সূচনা:—

শুভদীপ ঋজু মন্ডল জঙ্গলমহল বাঁকুড়া:-জঙ্গলমহলে সারেঙ্গা ব্লকের সারেঙ্গা মহাত্মা জি স্মৃতি বিদ্যাপীঠ ৭৫তম বর্ষ অর্থাৎ প্লাটিনাম জুবিলী উৎসবের সূচনা হলো আজ দোসরা অক্টোবর জাতির জনক মহাত্মা গান্ধী শুভ জন্ম দিবস। এই উপলক্ষে সকালে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী অভিভাবক অভিভাবিকা পরিচালন কমিটির সদস্য সদস্য শিক্ষক শিক্ষিকা বৃন্দ ের প্রভাত ফেরী অনুষ্ঠিত হয় বাজার পরিক্রমা করে বিদ্যালয় সংলগ্ন কমিউনিটি হলে অনুষ্ঠিত হয় মূল পর্বের অনুষ্ঠান সেখানে প্রদীপ সঞ্চালনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন সারেঙ্গা রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ। স্বামী তদ্বোধানন্দ জি মহারাজ এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সারেঙ্গা সমষ্টি উন্নয়ন আধিকারিক ফাহিম আলম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক তুষার কান্তি তফাদার বিদ্যালয় পরিচালন কমিটির সভাপতি তারাশঙ্কর মহাপাত্র, জ্যোতিষ সম্রাট উজ্জ্বল কান্তি সিদ্ধান্ত শাস্ত্রী, সারেঙ্গা পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ কল্যাণ মল্লিক সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা বৃন্দ, অবসরপ্রাপ্ত শিক্ষকবৃন্দ, খাতড়া মহকুমা বিদ্যালয় পরিদর্শক অনিমেষ সৎপতি, সারেঙ্গা পঞ্চায়েত সমিতির সভাপতি মৌসুমী সিংহ মহাপাত্র ,বিশিষ্ট সমাজসেবী সুব্রত মিশ্র, বাঁকুড়া জেলা সমগ্র শিক্ষা মিশনের ডিস্ট্রিক্ট প্রোগ্রাম কোর্ডিনেটর তরুণ কুমার ভূষণ বিশিষ্ট শিক্ষক অরুন কুমার মান্ডি প্রমূখ। এদিন উদ্বোধনী ভাষণে সারেঙ্গা রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী তদ্বোধানন্দ জী ছাত্র-ছাত্রীদের বিবেকানন্দের কথা বলেন এবং তিনি বলেন প্রকৃত মানুষ হতে হবে শ্রদ্ধাবান হতে হবে প্রতিদিন এক পাতা হলে হলেও বিবেকানন্দের বই পড়ার জন্য ছাত্র-ছাত্রীদের বলেন বিদ্যালয়ে পরিচালন কমিটির সভাপতি তারাশঙ্কর মহাপাত্র বলেন এই বিদ্যালয়টির অনেক ইতিহাসের সাক্ষী বিদ্যালয় থেকে অনেক মেধাবী ছাত্র-ছাত্রী বেরিয়েছেন । মাধ্যমিক উচ্চমাধ্যমিক পরীক্ষায় রাজ্যের মেধা তালিকায় সারেঙ্গা মহাত্মা জী বিদ্যাপীঠ একটি উল্লিখিত নাম। প্লাটিনাম জুবিলি ট শুভ সূচনা হলো আজ জাতির জনক মহাত্মা গান্ধীর শুভ জন্মদিন আগামী জানুয়ারি মাসে তিন দিনের একটি বিশেষ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে তার সূচনা হলো আজ। সারেঙ্গা ব্লক এলাকার বিশিষ্ট মানুষদের আমন্ত্রণ জানানো হয়েছিল আজকে উপস্থিত হওয়া সমস্ত অতিথিদের কাছে আমরা কৃতজ্ঞ। তাদের উপস্থিতি আমাদের অনুপ্রেরণা জুগিয়েছে। আজকের অনুষ্ঠানে অনুষ্ঠান মঞ্চে বাঁকুড়া জেলা সমগ্র শিক্ষা মিশনের ডিস্ট্রিক্ট প্রোগ্রাম কোডিনেটর তরুণ কুমার ভূষণ তার বাঁকুড়া জেলা কে নিয়ে লেখা কবিতা গানের মাধ্যমে উপস্থাপিত করে উপস্থিত দর্শক ছাত্রছাত্রী ও অতিথিবৃন্দের মন জয় করে নেন। গান শেষে করতালিতে ভরে ওঠে অডিটোরিয়াম।

Leave a Reply