জঙ্গলমহলের গর্ব সারেঙ্গার ছাত্র পার্থ করন :–

শুভদীপ ঋজু মণ্ডল বাঁকুড়া:—বাঁকুড়া জেলা বর্তমানে শিক্ষায় অনেকটা উন্নতির শিখরে-মাধ্যমিক উচ্চমাধ্যমিক পরীক্ষায় জেলার ছাত্রছাত্রীরা মেধা তালিকা প্রথম দিকে থেকে জেলার শিক্ষা ব্যবস্থাকে তুলে ধরছে এবারে UPSC র মত একটি বড় পরীক্ষায় জঙ্গলমহলের সারেঙ্গা ব্লকের ছোট সারেঙ্গার পার্থ করণ ২০২৩ সালের ইউপিএসসি পরীক্ষায় জিওগ্রাফি সায়েন্টিস্ট বিভাগে সর্বভারতীয় ক্ষেত্রে সপ্তম স্থান অধিকার করে জঙ্গলমহল কে গর্বিত করেছে ।এখানে উল্লেখ্য পার্থ করণের জন্ম ১৯৯১ সালে তার পৈত্রিক বাড়ি মারাসোল গ্রামে সেখানে প্রাথমিক শিক্ষা পাঠ শেষ করে সারেঙ্গা মহাত্মাজি স্মৃতি বিদ্যাপীঠে পঞ্চম শ্রেণীতে এসে ভর্তি হয় সেখান থেকেই ২০০৭ সালে মাধ্যমিকে ৮৭ দশমিক পাঁচ শতাংশ ও উচ্চ মাধ্যমিকের ৮৪ শতাংশ নাম্বার পেয়ে স্কুলের মুখ উজ্জ্বল করেছিল। তারপর কলকাতা স্কটিশ চার্চ কলেজ থেকে স্নাতক এবং আইআইটি JAM পরীক্ষা দিয়ে ফিজিক্স নিয়ে গৌহাটি আইআইটি তে এমএসসি পাশ করে ইউপিএসসি সিভিল সার্ভিস বিভাগে চারবার পরীক্ষা দিয়ে সফল না হওয়ায় পঞ্চম বারে ইউপিএসসির জিওগ্রাফি সায়েন্টিস্ট বিভাগে পরীক্ষা দিয়ে ২০২২ সালে ইন্টারভিউ তে কেটে যায়। ২০২৩ সালে আবার পরীক্ষায় বসে এবং সাফল্যের সাথে উত্তীর্ণ হয়। এবারে তার সফলতাসর্বভারতীয় ক্ষেত্রে সপ্তম স্থান অধিকার করে। এখানে উল্লেখ্য ইউপিএসসির সিভিল সার্ভিস পরীক্ষার জন্য সে দিল্লিতে গিয়ে কোচিং নিয়েছিল। করোনা কালে বাড়ি ফিরে আসতে বাধ্য হয়। তারপর থেকে বাড়িতে থেকেই জিওগ্রাফি সায়েন্টিস্টের জন্য প্রস্তুতি নিয়েছিল এবং সাফল্য এসেছে। পার্থ করণ বলে একাগ্রতা ও ধৈর্য থাকলে একদিন সফল হওয়া যায় সে বিষয়ে কোনো সন্দেহ নেই আমি তার উদাহরণ ।পার্থর বাবা আলোক করণ একজন অবসরপ্রাপ্ত প্রাথমিক শিক্ষক ,বর্তমানে তিনি বিভিন্ন সমাজসেবামূলক কাজের সাথে যুক্ত ও ব্রতচারী প্রশিক্ষক হিসেবে বিভিন্ন সংস্থা ও বিদ্যালয়ে ব্রতচারী প্রশিক্ষণ দিয়ে থাকেন মা একজন গৃহবধূ। পার্থ বর্তমান ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বার্তা দেয় যেন সকলেই এই পরীক্ষায় বসার চেষ্টা করে আমার কাছে কেউ এ বিষয়ে কোন রকম সাহায্য চাইলে আমি তাকে সর্বতো ভাবে সাহায্য করবো। তার পড়াশুনা ছাড়া ক্রিকেট ও টেবিল টেনিসে ঝোঁক রয়েছে। তার আক্ষেপ আমি সারেঙ্গা মহাত্মাজি স্মৃতি বিদ্যাপীঠের ছাত্র হলেও সম্প্রতি বিদ্যালয়ের ৭৫ তম বর্ষ উদযাপন ও পুনর্মিলন অনুষ্ঠানে প্রাক্তন ছাত্র হিসেবে আমাকে ডাকা হয়নি। এখানে উল্লেখ্য এখনো পর্যন্ত পাওয়া খবরে জানা যায় ইউপিএসসিতে এই ধরনের সাফল্য জঙ্গলমহলে হাতে গোনা।

Leave a Reply