সাধন মন্ডল,
পথদুর্ঘটনায় 10 বছর আগে আজকের দিনে প্রাণ হারিয়েছিল কিশোর ঋক বিশ্বাস ।তার মৃত্যুর পর তার বাবা-মা শোকে মুহ্যমান হয়ে পড়েছিলেন সেই শোক ভূলে সমাজসেবায় তারা নিজেদের জীবন উৎসর্গ করেছেন। সারা বছর ধরেই বিভিন্ন সমাজসেবামূলক কাজ করে থাকেন রায়পুরের শিক্ষক দম্পতি। (গৌতম বিশ্বাস ও শ্যামলী বিশ্বাস) ।ছেলের জন্মদিনে রক্তদান শিবির ও মৃত্যুদিনে দুঃস্থদের বস্ত্র দান এর আয়োজন করে থাকেন এবারও তার ব্যতিক্রম হল না একমাত্র পুত্রের দশম মৃত্যু দিবসে শতাধিক অসহায় মানুষদের হাতে শীতবস্ত্র তুলে দেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী জাতীয় শিক্ষক জগবন্ধু মাহাত, আইনজীবী সমীর অধিকারী ,ডাক্তার শ্যামল দে , শিক্ষক বাপ্পাদিত্য মন্ডল ,রাধা মাধব মুখার্জি সহ এলাকার বিশিষ্ট মানুষজন। এই অনুষ্ঠান সম্পর্কে বলতে গিয়ে ঋক বিশ্বাসের মা শ্যামলী বিশ্বাস বলেন এই সমস্ত কর্মের মধ্য দিয়েই আমরা আমাদের একমাত্র সন্তানকে বাঁচিয়ে রাখতে চাই ,আমরা জানি ঋক আর ফিরবে না তবে এই সমস্ত মানুষের মধ্যেই আমাদের ঋক বিরাজ করছে।