ছাত্র সংগঠনের বিক্ষোভ মিছিল, সিউড়িতে

সেখ রিয়াজুদ্দিন বীরভূম:- সিপিআইএম প্রভাবিত ছাত্র সংগঠন এস এফ আই এর ডাকে শুক্রবার সিউড়ি শহরের মধ্যে দুই দফা দাবীর ভিত্তিতে বিক্ষোভ মিছিল প্রদর্শন এবং সিউড়ি বাসষ্ট্যান্ডে পথসভা অনুষ্ঠিত হয়। এস এফ আই এর ১৭ তম সর্বভারতীয় সম্মেলন উপলক্ষে প্রচার অভিযান চালানো হয়।সেই সাথে বিক্ষোভ মিছিল ও পথ সভায় আওয়াজ তোলে যে,সমস্ত কলেজে স্বচ্ছ ভাবে ছাত্র সংসদ নির্বাচন করার ব্যবস্থা করা। এবং স্কুলে স্কুলে রাজ্য সরকারের জোর করে চাপিয়ে দেওয়া পোশাকবিধি চলবে না।এস এফ আই নেতৃত্ব তাদের বক্তব্যের মাধ্যমে তৃনমূল নেতাদের বিরুদ্ধে বিভিন্ন দূর্নীতির প্রসঙ্গ তুলে ধরেন। কলেজ ক্যাম্পাস ছাত্রদের মধ্যে থাকার কথা সেখানে তারা বঞ্চিত। দীর্ঘ ছয় বছর রাজ্যের কলেজ গুলিতে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ হয়ে রয়েছে। সেই ক্যম্পাস চত্ত্বর ছাত্রদের হাতে পুনরায় ফিরে আসুক, স্বচ্ছভাবে কলেজগুলিতে নির্বাচন অনুষ্ঠিত হোক এমন দাবি করা হয় এদিনের বিক্ষোভ মিছিল থেকে। উপস্থিত ছিলেন এস এফ আই এর রাজ্য সহ সম্পাদক শুভজিৎ রায় ও জেলা সম্পাদক শৌভিক দাস বক্সী। আজকের কর্মসূচি সম্পর্কে একান্ত সাক্ষাৎকারে বিস্তারিত জানান এস এফ আই এর রাজ্য সহ সম্পাদক শুভজিৎ রায়।

Leave a Reply