ছাত্র-ছাত্রীদের পাশে এলিগ্যান্ট স্টিল কর্তৃপক্ষ:
—–শুভদীপ ঋজু মন্ডল বাঁকুড়া:———-নেতুরপুর প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন ও পুনর্মিলন উৎসবের তৃতীয় দিনে ছাত্র-ছাত্রীদের নিয়ে বিভিন্ন প্রতিযোগিতা মূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো সেখানে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন এলিগ্যান্ট স্টিল কর্তৃপক্ষ ।পাশে আছে শাখমবরি গ্রুপের এলিগ্যান্ট স্টিল। স্পট কুইজ, অঙ্কন প্রতিযোগিতা, আবৃত্তি প্রতিযোগিতায় প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থানআধিকারীদের পুরষ্কৃত করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলিগ্যান্ট স্টিলের বাঁকুড়া জেলার টেকনিক্যাল টিম ও রাইপুরের এলিগ্যান্ট স্টিলের অনুমোদিত ডিলার গুরুপদ রজক। এই অনুষ্ঠানে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্যে নেতুরপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাধন কুমার মন্ডল আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানান এলিগ্যান্ট স্টিলের ভাইস প্রেসিডেন্ট অঙ্কিত মিত্তাল ও মহামায়া ট্রেডার্স কে। বিভিন্ন কোম্পানি ও স্বেচ্ছাসেবী সংস্থাগুলি এভাবে ছাত্র-ছাত্রীদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে তাদের উৎকর্ষ বিকাশে সাহায্য করেন তাহলে শিশু মনে প্রতিযোগিতামূলক চিন্তাভাবনা বাড়ে।