ছবি,
বানী পাল
ওখান থেকে তুমি ঠিক ততটাই দেখবে
যতটা আমি তোমায় দেখাবো
অনভূতির ভিন্ন ভিন্ন রসদে ক্রূর অভিজ্ঞতা
কিছুটা গোপনীয়তা তো থেকেই যায়
সব চরিত্রের একটা অন্যরকম গল্প থাকে।
আজ যা দেখছো সবটা ছবি
আমায় পুরোপুরি ভাবে জানতে হলে
আরেকটু কাছে সরে আসতে হবে
ঘরের নয়, মনের ভিতর প্রবেশ করতে হবে
বাইরেটা সকলেরই সাজানো থাকে।
যখন প্রেম লিখি তখন কেউ থাকে অনুভবে
অতীত বর্তমান অথবা আগামীর কেউ…
যখন কোনো লাঞ্ছিত চরিত্র আঁকি
তখন কেউ তো সয়, তুমি আমি বা অন্যকেউ
স্বপ্নগুলো ভেঙে ক্রমশ ছোট হতে থাকে।
সবটা কাউকে মুখ ফুটে বলতে নেই
এক জীবনে ইচ্ছেরা কোনোদিন পূর্ণতা পায় না
সম্পর্কের বাঁধন একটু আলগা করতে হয়
টান পড়লে সমান কষ্ট হবে দুজনেরই,
পাওয়ার গল্পেও একইরকম যন্ত্রণা থাকে…