সেখ সামসুদ্দিন, ৩০ এপ্রিলঃ মেমারি কৃষ্ণ বাজার ছট পূজা কমিটির উদ্যোগে হিন্দি জনতা স্কুলে একটি ইফতার পার্টির আয়োজন করা হয় । উপস্থিত ছিলেন মেমারি পৌরসভার চেয়ারম্যান স্বপন বিজয়ী নম্বর ওয়ার্ড কাউন্সিলর চিরঞ্জিত ঘোষ, শিক্ষক কৌশিক মল্লিক, সমাজসেবী ফারুক আব্দুল্লাহ, শুভেন্দু গুহ, সমাজসেবী অজিত সিং, ছট পুজো কমিটির সভাপতি মুকেশ শর্মা সুনীল মণ্ডল সহ অন্যান্য সদস্যবৃন্দ। এদিন দেড় শতাধিক মানুষের রোজার ইফতার করেন মুসলিম রীতি অনুযায়ী দোয়া পাঠ, আযানের সাথে ইফতার ও শেষে নামাজ পড়া হয়। মুকেশ শর্মা বলেন আমরা হিন্দু মুসলিম সম্প্রীতির মেলবন্ধন এ বাস করি এবং ভবিষ্যতেও এইভাবে সম্প্রীতি বজায় থাকবে। সকলের জন্য আগাম ঈদের শুভেচ্ছা জানান।

Leave a Reply