খায়রুল আনাম,

বীরভূম : সিউড়ীর কোমা গ্রাম পঞ্চায়েত এলাকার ল’বাগানে বেশ কয়েকটি চোলাই মদের ঠেক গজিয়ে ওঠায় স্থানীয় যুব সমাজ থেকে শুরু করে অনেকেই সেখানে গিয়ে মদ খাচ্ছিলেন। সেখানে চোলাই মদও তৈরী হচ্ছিল। দিনমজুররা সারাদিনের রোজগার মদের পিছনে ঢেলে দেওয়ায় পরিবারগুলিতে অশান্তি লেগেই থাকছিলো। এ ব্যাপারে প্রশাসনকে জানিয়েও কোনও সুফল না মেলায়, সকালেই এলাকার মহিলারা হাজির হয়ে ওই মদের ভাটিখানা এবং ঠেক ভেঙে গুড়িয়ে দেন। লাঠি, ঝাঁটা হাতে মারমুখী মহিাদের দেখে এলাকা ছেড়ে পালিয়ে যায় চোলাই মদের কারবারিরা। প্রমীলাবাহিনী হুঁশিয়ারি দিয়েছে যে, পুনরায় এলাকায় মদের কারবার হলে তাঁরা চোলাই কারবারীদের ‘জ্যান্ত পুঁতে’ দিয়ে আসবেন।।

Leave a Reply