চোপড়ার বিধায়কের আগাম জামিন মঞ্জুর হাইকোর্টে
মোল্লা জসিমউদ্দিন ,
বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এর ডিভিশন বেঞ্চে উঠে চোপড়ার বিধায়কের আগাম জামিন বিষয়ক মামলা। এদিন তদন্তে পুলিশ কে সহযোগিতার শর্তে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ চোপড়ার বিধায়কের আগাম জামিন মঞ্জুর করেছে। অপহরণ (৩৬৫ ধারা),অস্ত্র আইনের ২৫ এবং ২৭ নং ধারায় বীরভূমের সিউড়িতে মামলা দাখিল হয়েছিল বলে জানিয়েছেন বিধায়কের আইনজীবী চন্দ্রশেখর বাগ, বিমল শীল এবং সৌপল চ্যাটার্জি। চোপড়ার বিধায়ক হামিদুল রহমান সহ ১১ জনের বিরুদ্ধে বীরভূমের সিউড়ি থানায় সশস্ত্রভাবে অপহরণের অভিযোগ এনেছিলেন গত পঞ্চায়েত নির্বাচনে এক প্রার্থী। ওই প্রার্থী অবশ্য উত্তর দিনাজপুরের পঞ্চায়েত ভোটে জয়লাভ করে থাকেন।বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এর ডিভিশন বেঞ্চ শর্তসাপেক্ষে আগাম জামিন মঞ্জুর করেছে বলে জানিয়েছেন বিধায়কের অন্যতম আইনজীবী চন্দ্রশেখর বাগ মহাশয়।