অন্যান্য উৎসবের দিনগুলোর মতন আজ “যীশু দিবস” অর্থাৎ ক্রিসমাসের এই দিনটি এলেই মনে হয় সান্তাক্লজের কথা।আর শিশুরা অধির আগ্রহে অপেক্ষা করে থাকে বালিশের নীচে উপহার পাবে এই আশায়। কিন্তু দুঃস্থ শিশুরা স্বপ্নই দেখে কিন্তু বাস্তবায়িত হয় না সর্ব ক্ষেত্রে।ঠিক সেই মুহূর্তে তাদের স্বপ্ন পূরণের জন্য শিশুদের এমনকি রাস্তায় যারা শীত বস্ত্র না পেয়ে কষ্ট পাচ্ছেন ঠিক এমন দুঃস্থ মানুষদের পাশে এগিয়ে এলেন চোপড়া উত্তর দিনাজপুরের সমাজ সেবক নাগরিক পরিবার শ্রী সঞ্জয় বিশ্বাস,পিতা বিজয় বিশ্বাস এবং মাতা তাপসী বিশ্বাস।অপরদিকে চোপড়া উত্তর দিনাজপুর অন্তর্গত ললিতগাছ গ্রামের নারায়ন রায়চৌধুরী ও প্রমীলা রায় চৌধুরীর সুযোগ্য পুত্র দিপু রায় চৌধূরীর পরিবারের সদস্যরা।শিশুদের হাতে কেক,ফল,পোশাক ও রাস্তার ধারে দুঃস্থ মানুষের জন্য শীতের বস্ত্র বিতরণ করলেন এই পরিবার।প্রধান মন্ত্রীর স্বচ্ছ ভারতের কাজের একটি অংশ।এই গঠনমূলক কাজের জন্য আমরা তাদের ধন্যবাদ জানাই।