ধর্ম যার যার উৎসব সবার এই উক্তি টা মাথায় রেখে উত্তর দিনাজ পুরের চোপড়া ব্লকের মিলিক পাড়ার অন্তর্গত দামোদরপুরের এক মুসলিম পরিবারের অন্তর্গত মহম্মদ সুলেমন ও তানজিনা খাতুন এবং তাঁদের সুযোগ্য পুত্র মহম্মদ সাদ্দাম হুসেইন কে নিয়ে এই পরিবার এই শীতের মরশুমে দুঃস্থ মানুষদের পাশে থাকার অঙ্গীকার নিয়েছেন।এই পরিবারের মানুষেরা প্রতিটা উৎসবে মানে সর্ব ধর্মের মানুষের পাশে অর্থাৎ হিন্দু,খ্রিস্টান, শিখ,মারাঠা,বৌদ্ধ ,সব ধর্মের সব উৎসবে দুঃস্থ মানুষদের পাশে সহযোগিতার হাত বাড়িয়েছেন।ঈদের উৎসব বাদ দিয়েও যীশু দিবস ও ইংরেজী নতুন বছরের কথা ও শীতের মাসের কথা মাথায় রেখে ফল,মিষ্টি,দুধ ও শীত বস্ত্র ও খাদ্য সামগ্রী নিয়ে দুঃস্থ মানুষদের পাশে দাঁড়িয়েছেন এই উত্তর দিনাজপুরের এই মুসলিম পরিবারের সদস্যরা। এই কর্মকান্ড প্রধান মন্ত্রীর স্বচ্ছ ভারতের একটি অংশ।