চৈতন্য প্রেম
প্রদীপ বাগ
চোখের দেখা
আবেগে গাঁথা
সুপ্ত বাসনা পূর্ণতা প্রেম,
মণি কাঞ্চন
অজানা সন্মোহন
আই লাভ ইউ সেম।
চাহিদার স্বাদ
মরিয়া উন্মাদ
সৃষ্টি ছল কপটের পথ,
আসবে যাতনা
অবহেলা বঞ্চনা
থেমে যাবে জীবনের রথ।
নশ্বর জীবন
দু’দিনের যৌবন
পবিত্র মনে সৃষ্ট প্রেম,
উভয়ের আকর্ষণ
ছলনা বর্জন
রক্তিম হার্টের চিহ্নে ফ্রেম।
সাময়িক তৃপ্তি
তঞ্চক অনাসৃষ্টি
দিওনা সব উজাড় করে,
হারালে প্রেয়সী
আবছা ছবি
ভগ্ন হৃদয়ে ফিরবে ঘরে।
নিজ এক্তিয়ারে
বাঁধো আপনারে
হৃদ চৈতন্যে মজুক মন,
ঝরণার প্রবাহ
থাকেনা বিরহ
সচ্চিদানন্দে বাহ্যিক বিসর্জন।।