চুরি যাওয়া সামগ্রী সহ- ১ যুবক গ্রেফতার, রাজনগর থানায়
সেখ রিয়াজুদ্দিন,বীরভূম:- বীরভূমের রাজনগর থানার অন্তর্গত লতাবুনি গ্রামের কমিউনিটি হলে দীর্ঘদিন ধরেই কমিউনিটি হলের জানলা, দরজা, গ্রিল সহ বিভিন্ন সামগ্রী চুরি যাচ্ছিল। গতকাল বুধবার এ বিষয়ে রাজনগরের বিডিও শুভদীপ পালিত বিষয়টি জানতে পারেন এবং তাঁর তরফে স্থানীয় রাজনগর থানায় একটি অভিযোগ জানানো হয়। এরপরেই রাজনগর থানার ওসি দেবাশীষ পন্ডিতের নেতৃত্বে তদন্ত শুরু হয়। রাজনগর থানার এএসআই স্বপন মাল সহ অন্যান্য পুলিশকর্মীরা তদন্তে নেমে লতাবুনি গ্রামেরই এক যুবককে বুধবার রাত্রে আটক করে। এরপর তাকে জিজ্ঞাসাবাদ করে চুরি যাওয়া কিছু সামগ্রী উদ্ধার করে এবং ঐ যুবককে গ্রেফতার করা হয়। আজ বৃহস্পতিবার ধৃত যুবককে রাজনগর থানার পুলিশের পক্ষ থেকে সিউড়ি আদালতে পেশ করা হয়।