Spread the love

চুরি যাওয়া বাইক উদ্ধার রাজনগরে-

সেখ রিয়াজুদ্দিন বীরভূম:- চুরি যাওয়া বাইক উদ্ধার হল রাজনগরে। গত ছয় মাস আগে ময়ুরেশ্বর থানার কোটাসুর গ্রামে চঞ্চল দে নামে এক ব্যক্তির একটি মোটর বাইক চুরি যায়। ওই ব্যক্তি জানিয়েছেন একটি জায়গায় বাইরে বাইকটি রেখে তিনি টিউশনি পড়াচ্ছিলেন। এরপর বাইরে এসে দেখেন তার বাইকটি সেখানে নেই। অনেক খোঁজাখুঁজির পরও বাইকটি না পাওয়ায় ময়ূরেশ্বর থানায় তিনি একটি নিখোঁজ ডায়েরি করেন এবং ইন্সুরেন্সে ক্লেম ও করা হয়। এরপর পুলিশ তদন্ত শুরু করে। প্রায় ছয় মাস পর রাজনগর থানার পুলিশের তৎপরতায় রাজনগর থানার অন্তর্গত আলীগড়ে ওই বাইকটি উদ্ধার হয়। এক ব্যক্তি বাইকটি নিয়ে পুলিশের গাড়ি দেখে সে ভয়ে জোরে গাড়ি চালিয়ে পালাবার সময় পুলিশের সন্দেহ হলে পুলিশ তার পিছনে ধাওয়া করে। কিন্তু ওই ব্যক্তি মাঝ রাস্তায় বাইকটি ফেলে সেখান থেকে পালিয়ে যায়। পুলিশ বাইকটি সেখান থেকে উদ্ধার করে রাজনগর থানায় নিয়ে আসে। এরপর সন্ধান চালিয়ে মোবাইলে বাইক মালিককে খবর দেয় রাজনগর থানার পুলিশ গত ৪ ই ডিসেম্বর।এরপর আইনি প্রক্রিয়া অনুযায়ী কোটের অনুমোদন ক্রমে আজ বুধবার রাজনগর থানার পক্ষ থেকে ওই বাইকটি ফিরিয়ে দেওয়া হল বাইক মালিককে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *