চুরি যাওয়া গাড়ির ব্যাটারি উদ্ধার সহ ধৃত- ৩, সদাইপুর থানায়

সেখ রিয়াজুদ্দিন বীরভূম:- বেশ কয়েক দিন যাবৎ গাড়ির ব্যাটারি চুরির অভিযোগ উঠছিল।সেই প্রেক্ষিতে তদন্তে নেমেই ফের সাফল্য পান বীরভূম জেলা পুলিশ। এবারের তালিকায় চুরি যাওয়া ১২ টি ব্যাটারি উদ্ধার করে বীরভূম জেলার সদাইপুর থানার পুলিশ।সেই সাথে তিনজন দুষ্কৃতীকেও গ্রেপ্তার করে। জানা যায়, গত ৩১ আগষ্ট গভীর রাত্রে সদাইপুর থানার পিরিজপুর গ্রামে দুষ্কৃতীর দল হানা দেয়। সেই এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাক্টরের ১২ টি ব্যাটারি চুরি করে নিয়ে যায় দুষ্কৃতীরা। এবিষয়ে স্থানীয় থানার পুলিশ অভিযোগ পেয়ে দুষ্কৃতীদের তল্লাশি অভিযানে নামেন। সদাইপুর থানার ওসি মহম্মদ মিকাইল মিয়ার নেতৃত্বে পুলিশ তিনটি টীমের মধ্যে বিভক্ত হয়ে দুষ্কৃতীদের গোপনে খোঁজখবর নিতে মাঠে নামেন। গত দুদিন আগে পুলিশ সদাইপুর থানার রেঙ্গুনী গ্রাম থেকে মিলন মোল্লা, ঝরিয়া মহম্মদপুর গ্রাম থেকে খন্দেকার নাজির হোসেন এবং ইলামবাজার থানার ঘুড়িষা গ্রামের শ্রীপুর থেকে মুন্সী ইমতিয়াজ আহমেদকে গ্রেপ্তার করে।আটককৃত তিনজনকে পুলিশি হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ শুরু করেন। সেক্ষেত্রে ধৃতদের সূত্র ধরে চুরি যাওয়া ১২ টি ব্যাটারি উদ্ধার করে পুলিশ। বুধবার ধৃতদের সিউড়ি আদালতে তোলা হলে বিচারক ধৃতদের জামিন খারিজ করে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বলে সূত্রের খবর।

Leave a Reply