সাধন মন্ডল,

সারেঙ্গা ব্লকের চিলতোড় গ্রাম পঞ্চায়েত যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রক্তদান শিবির অনুষ্ঠিত হলো আজ বুধবার বাগজাতা কমিউনিটি হলে ।এই স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাঁকুড়া সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি সন্দ্বীপ বাউরী, বাঁকুড়া জেলা যুব তৃণমূল কংগ্রেসের প্রাক্তন জেলা সভাপতি রাজকুমার সিংহ, সারেঙ্গা ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সুব্রত মিশ্র, সারেঙ্গা ব্লক তৃণমূল যুব সভাপতি কৃষ্ণেন্দু মাহাতো, চিলতোড় অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সুপ্রিয় মহাপাত্র, যুবনেতা তোতন খিলাড়ি, সিমলাপাল ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি ফাল্গুনী সিনহা মহাপাত্র, রায়পুর বিধানসভার প্রাক্তন বিধায়ক বীরেন্দ্রনাথ টুডু সহ এলাকার বিশিষ্ট মানুষজন ও সারেঙ্গা ব্লকযুব নেতৃত্ব। এদিনের এই স্বেচ্ছায় রক্তদান শিবিরে দুইজন মহিলা সহ মোট পঞ্চাশ জন স্বেচ্ছায় রক্ত দান করেন ।রক্তদান শিবির সম্পর্কে জেলা সভাপতি সন্দ্বীপ বাউরী বলেন রক্তদান মহৎ দান রক্তদানে উৎসাহ দিতে আমরা আজ এখানে উপস্থিত হয়েছি। সারা জেলায় যুবদের উদ্যোগে রক্তদান কর্মসূচি পালিত হচ্ছে আমরা তাদের সাথে ও পাশে আছি ।প্রাক্তন জেলা সভাপতি রাজকুমার সিংহ বলেন রক্তদানে মানুষের আগ্রহ বেড়েছে মানুষকে বোঝানো যাচ্ছে যে রক্তদান করলে শরীরের কোনরকম ক্ষতি হয় না বরং শরীরের উপকার আসে তাই এই কর্মসূচিকে সারা জেলায় ছড়িয়ে দিতে ও বেশি বেশি করে শিবির করতে যুবক ভাইদের আহ্বান জানাচ্ছি ।চিলতোড় অঞ্চল তৃণমূল কংগ্রেস যুব সভাপতি সুপ্রিয় মহাপাত্র বলেন এটি আমাদের এলাকায় আমাদের উদ্যোগে প্রথম রক্তদান শিবির সকলের সহযোগিতায় শিবির টি সফল হয়েছে ।আমাদের ইচ্ছে ছিল 80 থেকে 100 জন রক্ত দান করবেন কিন্তু খাতড়া মহাকুমা ব্লাড ব্যাংকের ক্যাপাসিটি না থাকায় 50 জনের মধ্যে সীমাবদ্ধ রাখতে হয়েছে ।আগামী দিনে আরো শিবির করার ইচ্ছে রয়েছে।

Leave a Reply