কলকাতা (২৫ জানুয়ারী ‘২৫):- ভারতের ৭৬ তম সাধারণতন্ত্র দিবসের প্রাক্কালে প্রয়াত চিত্র সাংবাদিক রণি রায়-কে মরণোত্তর সংবর্ধনা প্রদান করলেন পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য প্রক্রিয়া করণ শিল্প ও বাগিচা ফসল বিভাগের মন্ত্রী অরূপ রায়।

হাওড়া পৌরনিগমের ৬০ নম্বর ওয়ার্ডে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত হয়ে মন্ত্রী অরূপ রায় আজকাল-এর প্রয়াত চিত্র সাংবাদিক রণি রায়-এর কণিষ্ঠ ভ্রাতা মৃত্যুঞ্জয় রায় ও ভগিনেয় হিমাদ্রি ঘোষ-এর হাতে স্মারক তুলে দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বালি বিধানসভা কেন্দ্রের বিধায়ক রাণা চ্যাটার্জি, হাওড়া পৌরনিগমের ৬০ নম্বর ওয়ার্ডের প্রাক্তন পৌরপ্রতিনিধি সীমা ভৌমিক ও চিত্রকর দিবাকর চক্রবর্তী।

Leave a Reply