Spread the love

গত ২৫ ও ২৬শে ডিসেম্বর কলকাতার আই সি সি আর এর বেঙ্গল গ্যালারিতে অনুষ্ঠিত হল ফটোফুনিয়া ইন্টারন্যাশনাল ফটোগ্রাফীর ষষ্ঠ বার্ষিক আলোকচিত্র প্রদর্শনী। প্রথম দিনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বনামধন্য ইন্টারন্যাশনাল ফটোগ্রাফার শ্রী অনুপম হালদার, লাইট রিডিং ফটোগ্রাফীর কর্ণধার ফটোগ্রাফী মেন্টর ও জাজ শ্রী সন্তু অধিকারী এবং জাতীয় পুরস্কার বিজয়ী সর্ব কনিষ্ঠ অভিনেতা শ্রী ঋদ্ধি সেন। দ্বিতীয় দিন পুরস্কার বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রবীন্দ্রভারতী সোসাইটির সাধারণ সম্পাদক, পশ্চিমবঙ্গ বার কাউন্সিলের প্রাক্তন ভাইস চেয়ারম্যান শ্রী সিদ্ধার্থ মুখোপাধ্যায় এবং জাতীয় পুরস্কার বিজয়ী চিত্রশিল্পী শ্রী কিংশুক সরকার। অংশগ্রহণকারী ফটোগ্রাফারদের তাঁরা পুরস্কার প্রদান করেন। দেশ বিদেশের শতাধিক ফটোগ্রাফার পুরস্কৃত হন।
এই চিত্র প্রদর্শনী করা হয় সব ধরনের ফটোগ্রাফারদের জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি করে দিতে। আমাদের সম্মানীয় সদস্য সদস্যারা, যাঁরা ফটোগ্রাফিতে প্রথাগত শিক্ষায় শিক্ষিত, ব্যাকরণ মেনে ছবি তোলেন, তাঁরা ছাড়াও যাঁরা শুধুমাত্র ভালোবাসার টানে ছবি তোলেন তাঁদের, বিশেষ করে স্কুল কলেজের ছোট ছোট ছেলে মেয়েদের জন্যও একটি মঞ্চ তৈরি করাই এই প্রদর্শনীর উদ্দেশ্য।

আর এ তো শুধু এক্সিবিশন নয়, এ যে এক মিলন মেলা। যেখানে আসাম, ত্রিপুরা, মেঘালয়, মহারাষ্ট্র, তেলেঙ্গানা, তামিলনাড়ু, ছত্তিশগড়, কেরালা, বিহার, পশ্চিমবঙ্গ সব মিলেমিশে একাকার হয়ে যায়। নাইজেরিয়া, আমেরিকা, আরব, বাংলাদেশ থেকেও ফটোগ্রাফাররা ছুটে আসেন। শুধু DSLR নয়, মোবাইলে তোলা ফটো নিয়েও প্রবল উৎসাহে ছুটে আসে বাঁকুড়া, বর্ধমান, মেদিনীপুর, কুচবিহার, উত্তর দিনাজপুর, শিলিগুড়ি, হলদিবাড়ি, মালদা, মুর্শিদাবাদ, নদীয়া থেকে ছোট ছোট ছেলে মেয়েরা। এ এক আনন্দযজ্ঞ।
পুরষ্কার এখানে গৌণ। ফটোগ্রাফীর মাধ্যমে আনন্দ খুঁজে নেওয়াই ফটোফুনিয়ার মূল মন্ত্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *