চিত্রকর্মশালা সার্থক
সংবাদদাতা: সম্প্রতি নসিবপুর ভান্ডারদহ প্রাথমিক বিদ্যালয় অনুষ্ঠিত হলো একটি চিত্রকর্মশালা। মেনকা আর্ট সেন্টারের শিক্ষক শশীকান্ত কোলের উদ্যোগে এই চিত্রকর্মশালাটি অনুষ্ঠিত হয়েছিল। এই অনুষ্ঠানে অনেক নামিদামি শিল্পী উপস্থিত ছিলেন।অনেক ছাত্র-ছাত্রী ও উপস্থিত ছিল। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রবীন্দ্রনাথ রক্ষিত , বাবাই পাল , হেমন্ত কুমার ,সুব্রত সাহা।।এই কর্মশালায় একটি মা দুর্গা মুখের ছাঁচের ওপর নানান ডিজাইন দিয়ে তাদের সুন্দর দুর্গা মূর্তি ফুটিয়ে তোলার ধারণা প্রস্ফুটিত হয়েছে। প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন মেনকা কোলে। উপস্থিত শিশু চিত্রশিল্পীরা ছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিল এলাকার অগণিত চিত্র প্রিয় মানুষেরা। মেনকা আর্ট সেন্টারের উদ্যোগকে সকলে সাধুবাদ জানালেন।। সারাদিনব্যাপী চিত্রকর্মশাদার সামগ্র অনুষ্ঠান টি সার্থকতা লাভ করল।।