চিত্তরঞ্জনে সেই রেল কর্মীর খুনের মামলায় ধৃত ১
কাজল মিত্র , আসানসোল ;
সাত মাস আগে চিত্তরঞ্জনে এক খুনের ঘটনায় এক অভিযুক্তকে বিহার থেকে গ্রেফতার করলো পুলিশ।আসানসোল পুলিশ সুত্রে প্রকাশ গত ১৫ ই মে তারিখে আনন্দ কুমার ভাটের চিত্তরঞ্জনে দেহ উদ্ধার হ্য, তাঁর গাড়ির ভিতরে পড়ে থাকা শরীরে একাধিক গুলির চিহ্ন সহ, কার্নাইল সিং পার্কের একটি নির্জন জায়গায় পাওয়া যায়। আনন্দ কুমার ভাটের এর স্ত্রী গীতাঞ্জলি ভাট চিত্তরঞ্জন থানায় অভিযোগ দায়ের করে থাকেন। তদন্তে জানা গেছে অভিযুক্ত প্রীতম সিং এই খুনে জড়িত ছিল।ঘটনার পর থেকে সে পুলিশের গ্রেফতার এড়াচ্ছিল এবং বিহার রাজ্যের বিভিন্ন স্থানে, ঝাড়খন্ড রাজ্যের মিহিজাম এলাকা এবং পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার চিত্তরঞ্জন, রূপনারায়ণপুর এলাকায় অভিযান চালানো হয়। বিহার রাজ্যের ভোজপুর জেলার বিভিন্ন এলাকায় গিয়ে কামাক্ষী নারায়ণ সিং এর পুত্রঅভিযুক্ত প্রীতম সিং করে পুলিশ।উল্লেখ্য,গুলিবিদ্ধ এক রেলকর্মীর মৃত দেহ উদ্ধারের পর চিত্তরঞ্জন রেল শহরে চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়। গত ১৪ মে সন্ধ্যায় তিনি তার মারুতি গাড়িতে বাড়ি থেকে বের হন এবং বাড়ি ফেরেননি। ১৫ মে সকালে চিত্তরঞ্জন রেলওয়ে শহরে ফায়ারিং রেঞ্জের সামনে থেকে তার দেহ উদ্ধার করে পুলিশ। নিহত আনন্দ কুমার ভাট (৪৮),চালকের আসনে বসা রেলওয়ের কর্মচারী এবং টিউশনি পড়াতেন। তার শরীরে একাধিক গুলি লেগেছে বলে জানিয়েছে পুলিশ।ধৃত কে শনিবার আসানসোল আদালতে পেশ করা হয়েছে।