Doctor’s Day উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হল মঙ্গলকোট বটতলাতে। পরিচালনায় Mongalkote Educational and Welfare Society ।Mongalkote সহ বিভিন্ন গ্রাম থেকে আসা প্রায় 350 জন রোগীর রক্ত পরীক্ষা করা হয়। উপস্থিত ছিলেন Dr. Atiar Rahaman M O Mongolkote Hospital, সহ Saikat Chatterjee, Arindam Das,Sk.Babul,Akshay Hazra .বর্ষা কালে জল বাহিত বিভিন্ন অসুখ ,মশা ,সাপের উপদ্রব ইত্যাদি নানা বিষয় নিয়ে আলোচনা হয়। সংস্থা টি প্রায় 20 বছর ধরে এই কাজ করেছে।