চাষীদের ক্ষতিপূরণের দাবিতে ডেপুটেশন ও পথ অবরোধ

সেখ সামসুদ্দিন, ১৪ ডিসেম্বরঃ অসময়ের বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত আলু, সবজি ও ধান চাষীদের ক্ষতিপূরণের দাবিতে মেমারি ১ বিডিওর কাছে ডেপুটেশন দেয় সিপিআইএমের মেমারি ক্ষেত মজদূর ইউনিয়ন ও সারা ভারত কৃষক সভা পূর্ব ও পশ্চিম এরিয়া কমিটি। কৃষকদের ক্ষতিপূরণ সহ ৭ দফা দাবিতে ডেপুটেশন দেওয়া হয়। তার মধ্যে ১০০ দিনের কাজ, মজদুরদের মজুরি বৃদ্ধি, ফসলের ন্যায্য দাম, বোরো চাষে জল সহ বিভিন্ন দাবি থাকে। বিকাল ৪টায় ডেপুটেশন শেষে মিছিল করে মেমারি বামুনপাড়া মোড়ে এসে ১০ মিনিটের জন্য প্রতীকী পথ অবরোধ করা হয়।

Leave a Reply