সুবল সাহা,
প্রেস মিটঃ ইম্পা হাউসে 4/10/2021 তারিকে প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা ও নির্দেশক শিবপ্রসাদ চক্রবর্তীর “আবার যমালয়ে জীবন্ত মানুষ ” ছবিটির উপর একটি প্রেস কনফারেন্স হবে। সকল সংবাদমাধ্যমের সাংবাদিক ও ক্যামেরা সাংবাদিকদের উক্ত প্রেস কনফারেন্স এ থাকার আহ্বান ।