মুম্বাইতে ২০১১ সালে একসাথে ৩ হাজার ৬০০ জুটির বিয়ে হয়। আমাদের রাজ্যেও কলকাতা সহ বিভিন্ন প্রান্তে গণ বিবাহের আয়োজন হচ্ছে। পিছিয়ে নেই কোন্নগর। ২১ এপ্রিল ২০২২ বৃহস্পতিবার সেখানকার বারোমন্দির প্রাঙ্গণে একটি গণ বিবাহের আয়োজন করে আন্ত: রাষ্ট্রীয় মানবাধিকার এবং অপরাধ নিয়ন্ত্রণ সংগঠনের তরফে সভাপতি অরূপ মুখার্জি এবং তাঁর সহযোগী অজয় সিং, রাজু মুখার্জি, ত্বন্নি । সহযোগিতায় ছিল আঞ্চলিক লায়ন্স ক্লাবের সদস্যরা। এদিন মন্দির প্রাঙ্গণে আর্থিক দুর্বল পরিবারের চার জোড়া পাত্রপাত্রীর বিয়ের ব্যবস্থা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত থেকে এমন একটি সামাজিক দায়বদ্ধতায় সামিল হন, কলকাতার সি আই ডি বিভাগের কর্তা টি কে দাস, এডিশনাল এস পি শান্তি দাস, বিশিষ্ট আইনজীবী জয়ন্ত নারায়ণ চ্যাটার্জী, বিশিষ্ট নৃত্যশিল্পী তন্বী চৌধুরী, চিত্রশিল্পী সাধন দে, অভিনেত্রী পারমিতা ব্যানার্জি, সমাজসেবিকা পর্ণালি ব্যানার্জি, মেঘা চৌধুরী, বিনিতা সিং, মুক্তি ব্যানার্জি,অনন্যা চক্রবর্তী, সমাজসেবক শ্রী প্রদীপ কুমার দে
প্রমুখ। হাজির ছিলেন কোন্নগরের পুর প্রধান ও স্থানীয় পৌরপিতারাও।সকলেই অরূপ মুখার্জির এই সামাজিক দায়বদ্ধতার ভুয়সী প্রশংসা করেন