চায়না ভ্যান করে জাতীয় সড়ক ধরে চাষের কাজে যাবার সময় পথ দূর্ঘটনায় মৃত এক কিশোরী
সেখ রিয়াজুদ্দিন, বীরভূম:- জাতীয় সড়কের ওপর পথ দূর্ঘটনা যেন পিছু ছাড়ছে না।বিশেষ করে চাষের জমিতে দিনমজুরের কাজে এক গ্রাম থেকে অন্য গ্রামে যাবার পথে ঘটছে দূর্ঘটনা।উল্লেখ্য চায়না ভ্যান কিম্বা অটো করে কৃষি কাজে গিয়ে জাতীয় সড়কের ওপর দূর্ঘটনার শিকার হতে হচ্ছে বারবার।যদিও জাতীয় সড়কের ওপর চায়না ভ্যান চলাচল নিষিদ্ধ।সেরূপ বুধবার ফের একবার চায়না ভ্যান সহযোগে সদলবলে কৃষি কাজে যাবার পথে দূর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হয় এক কিশোরীর।ঘটনাটি ঘটেছে বুধবার ভোরের দিকে ১৪ নম্বর জাতীয় সড়কের ওপর রামপুরহাট মাড়গ্রাম মোড়ে।পথ দুর্ঘটনাটি ঘটে চাইনা ভ্যানের সঙ্গে একটি তেলের ট্যাংকারের। বিবরণে জানা যায় এবছর বর্ষায় পর্যাপ্ত পরিমাণে বৃষ্টি না হওয়ায় এলাকায় কৃষি কাজ নেই।তাই পার্শ্ববর্তী গ্রামে একটি চাইনা ভ্যানে করে ১১ জন পুরুষ মহিলা মিলে কৃষি কাজে যাচ্ছিলেন।যাবার সময় রামপুরহাট মারগ্রাম মোড়ে সাত সকালেই একটি তেলের ট্যাঙ্কার কৃষি কাজে যাওয়া দিন মজুরদের চায়না ভ্যানের পিছনে সজোরে ধাক্কা মারে।সেক্ষেত্রে চম্পাবতী সরেন নামে ১৮ বছর বয়সী এক কিশোরী ছিটকে পড়ে এবং গাড়ির চাকা পেটের উপর চেপে যাওয়ার ফলে সেখানেই কিশোরীর মৃত্যু হয় বলে সঙ্গীদের বক্তব্য।বাকিদের সেরকম আঘাত না থাকায় প্রাথমিক চিকিৎসার পরে সকলকেই ছেড়ে দেওয়া হয়।একের পর এক পথ দুর্ঘটনা ঘটেই চলেছে রামপুরহাট শহর এলাকাজুড়ে। প্রশাসনের তরফ থেকে সচেতনতামূলক বার্তা দেওয়ার পরেও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে চলেছে।