চলে গেলেন সুন্দরম পুরস্কারপ্রাপ্ত নাট্যকার অনুপম দত্ত।
সেখ রিয়াজুদ্দিন বীরভূম:- বীরভূমের দুবরাজপুর শ্রী শ্রী সারদা বিদ্যাপীঠের অবসরপ্রাপ্ত শিক্ষক তথা নাট্যকার, কবি ,সাহিত্যিক, ঔপন্যাসিক ভোলানাথ দত্ত ওরফে অনুপম দত্ত ৩০ শে জানুয়ারি মধ্যরাতে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যু কালে বয়স হয়েছিল ৯১ বছর । ১৯৩৩ সালে ২১শে মে হেতমপুরে জন্মগ্রহণ করেন এবং সেখানেই গৌরপণ্ডিতের পাঠশালায় পড়াশোনার শুরু । এরপর ১৯৫২ সালে স্কুল ফাইনাল,১৯৫৯ সালে বিএ পাস করেন হেতমপুর কৃষ্ণচন্দ্র কলেজ থেকে। ১৯৬২ সালে স্পেশাল অনার্স বাংলা বিষয়ে এবং ১৯৬৫ সালে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে থেকে এম এ পাস করেন। এই মানুষটি কর্মজীবনে শিক্ষকতার সঙ্গে যুক্ত ছিলেন ।প্রথমে তিনি দুবরাজপুর চক্রের বালিজুড়ি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগ দেন ,পরে মদনপুর ও যশপুর প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেন এমন সময় দুবরাজপুরের রূপকার স্বামী ভূপানন্দ মহারাজের সান্নিধ্যে আসেন এবং ১৯৬৮ সালে দুবরাজপুর শ্রী শ্রী সারদা বিদ্যাপীঠে বাংলা বিভাগের শিক্ষক হিসেবে যোগ দেন। ১৯৯৩ সালে ৩১ শে মে শিক্ষকতা থেকে অবসর নেন ।শিক্ষকতার পাশাপাশি গল্প ,কবিতা, নাটক, উপন্যাস বিভিন্ন ক্ষেত্রে দেখিয়েছেন মুন্সিয়ানা ।মাছের খেলা ও দুপুরের সূর্য গ্রন্থের জন্য জাতীয় পুরস্কার লাভ করেন। তার একটি উল্লেখযোগ্য নাটক হলো দ্বাদশভক্তা চাডুম। ১৯৯৮ সালে নাটকের জন্য সুন্দরম পুরস্কার লাভ করেন ।হুকেন শাহ ছদ্ম নামেও লিখতেন।
৩১ শে জানুয়ারী তাঁর মরদেহ দুবরাজপুরের কল্পলোক বসবাস নিবাসে আনা হলে দুবরাজপুর শ্রী শ্রী সারদা বিদ্যাপীঠের সম্পাদক তথা দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের শীর্ষসেবক স্বামী সত্যশিবানন্দ মহারাজ, দুবরাজপুর পৌরসভার পৌর প্রধান পীযূষ পান্ডে, কবি সাহিত্যিক সৈয়দ সাইফুদ্দিন, নাট্য ব্যক্তিত্ব বাপী কুণ্ডু, শীতল বাউরী, ডাক্তার এস পি মিশ্র সহ অগণিত ছাত্র ,শিক্ষক অনুরাগী মানুষ জন তাঁকে শেষ শ্রদ্ধা জানান।দুবরাজপুর পাহাড়েশ্বর শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়। অনুপম দত্তের মৃত্যুতে সাহিত্য জগতের অপূরণীয় ক্ষতি হল ।বলা যায় বাংলা সাহিত্য -সংস্কৃতি জগতের একটি যুগের অবসান হলো। কবি , গল্পকার,ঔপন্যাসিক ফজলুল হক বলেন আমরা এক সাহিত্যিক তথা আপনজনকে হারালাম।