চলতে চলতে,
চিত্রা কুণ্ডু বারিক
এই তো বেশ আছি।
সাহায্য ছাড়াই এগিয়ে চলেছি।
নেই কোনো বাধা, নেই কোনো চিন্তা,
নেই তর্কাতর্কি।
শুধুই একা আর একা।
চলতি পথে মাঝে মাঝে আসে কিছু বাধা ,
তবে অতিক্রম করতে অসুবিধা হয় না।
হাঁটতে গেলে তো থাকবে কিছু কাঁটা,
সময় বুঝে উপড়ে ফেলি সেটা।
চাঁদও তো কলঙ্কিত,
তবু ছুঁতে পারেনি কেউ।
মুক্ত বাতাসে ভেসে আসে শিউলি ফুলের গন্ধ।
আহা ! মন চায় ছুঁয়ে দেখতে।
লজ্জাবতীকে ছুঁতে গেলেই লজ্জায় মুখ ঢেকে ফেলে ,
মিশে যায় মাটিতে।
বেশ আছি এভাবেই , ছুঁতে পারেনি কেউ।
চলতে চলতে কতবার হোঁচট খেয়ে উঠে দাঁড়িয়েছি আবার। তবুও থামিনি। এগিয়ে চলেছি,
অনুভব করেছি, স্পর্শ করতে চায় অনেক কিছুই,
তবুও ফিরে তাকাইনি।
এগিয়ে চলেছি।
অজানা পথিক আটকেছে পথ,
বাঁধা কাটিয়ে এগিয়ে চলেছি।
অজানা দেশের ভিন্ন মত তবুও না শোনা কথা এলোমেলো করেছি।
চলতে শিখিয়েছে এই পৃথিবীর কতকিছু,
পিছনে তাকিয়ে দেখিনি,
তবুও এগিয়ে যাচ্ছি।
জানি না আর কতদূর যেতে পারবো,
তবুও মানবোনা হার।
ছুটবো আর ছুটবো।
দেখে যাবো আরও কিছু।
হাঁটতে হাঁটতে পা হয়েছে আলতা রঙের,
অথচ থামিনি,
থামবো না, থামতে শিখিনি।
এখনও হাঁটছি আর হাঁটছি….