চমকপ্রদক বর্ষবরণ আগরপাড়া ক্রীড়া সংস্থার
দীপঙ্কর সমাদ্দারঃ আগরপাড়ায় বিদ্যাসাগর ক্রীড়াঙ্গনে আগরপাড়া ক্রীড়া সংস্থা অনুষ্ঠিত করল এক বর্ণাঢ্য চমকপ্রদ বর্ষবরণ উৎসব ।।নববর্ষের দিন সকালবেলা উর্বী সংস্থার সহযোগিতায় এক বৃক্ষরোপন অনুষ্ঠান দিয়ে শুরু হয় ,প্রবীণ কিছু মানুষেরা নবীন গাছ লাগিয়ে “গাছ লাগান প্রাণ বাঁচান ” এক সুন্দর মেসেজ দিলেন ।। মূল অনুষ্ঠান শুরু হয় সন্ধ্যাবেলা সম্পূর্ণ বিদ্যাসাগর ক্রীড়াঙ্গন এক জনসমুদ্র আকার ধারণ করেছিল, মানুষের ভিড়ে তিল ধারণের জায়গা ছিল না।। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পানিহাটি পৌরসভা পৌর প্রধান মলয় রায় সহ বিভিন্ন ওয়ার্ডের নবনির্বাচিত পৌর পিতা ও পৌর মাতা রা। প্রত্যেকে সংস্থার পক্ষ থেকে সম্মানিত করা হয় ।পৌর পিতা হিমাংশু দেব জানালেন আগরপাড়া তে বাংলার সংস্কৃতিকে প্রবাহিত করতে এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করেছে সংস্থা ,এই জন্য তিনি সংস্থাকে ধন্যবাদ জানিয়েছেন।। এছাড়াও এলাকার বিভিন্ন গুণী মানুষদের সম্মানিত করা হয়।। অনুষ্ঠানের সঞ্চালনার জন্য মঞ্চ আলোকিত করলেন সুকন্ঠ অধিকারী ও বাচিক শিল্পী সুখেন্দু রায়।। “আগরপাড়া শিঞ্জণ” নাচের স্কুলের শিল্পীরা অসাধারণ নৃত্য অনুষ্ঠান পরিবেশন করে । মা নামাঙ্কিত কম্পোজিশন নাচটি নজর কেড়েছে জনসাধারণের।। এককথায় নাচের প্রত্যেকটা কম্পোজিশন অনবদ্য। এলাকার বহুপরিচিত জনসেবক রঘু গুহ তার অসাধারণ কন্ঠে মা নামাঙ্কিত আবৃত্তি পরিবেশন করলেন, উপস্থিত জনগণ পিন ড্রপ সাইলেন্টএ আবৃত্তি উপভোগ করলেন ।।সবশেষে বিশেষ আকর্ষণ ছিল সারেগামাপা খ্যাত তিনজন সংগীতশিল্পী সুলগ্না, মাম্পি ও তন্ময়।। সুকন্ঠের অধিকারিনী সুলগ্না যেমন জি বাংলার মাধ্যমে সমগ্র ভারতে জনপ্রিয়তা অর্জন করেছিল আজও ঠিক তেমনি মঞ্চে আসতেই জনগণ করতালিতে স্বাগত জানালো শিল্পীকে।। এরপর শিল্পী অনেকগুলি মনমুগ্ধকর গান পরিবেশন করলেন ।মঞ্চে জায়েন্ট স্ক্রিন এ গ্রাফিক্স অসাধারণ ,লাইট সাউন্ড সমগ্র ব্যাপারটা দেখে মনে হচ্ছিল জি বাংলার অনুষ্ঠান সাধারণ মানুষ দেখছে লাইভ।। যন্ত্র শিল্পীরা অসাধারণ মুন্সিয়ানার পরিচয় দিয়েছেন। মঞ্চে এলেন গোপনীয় আকর্ষণ এক শিল্পী বিপ্লব বন্ধু জানা গানে সমগ্র অনুষ্ঠানের মাঠ জনসাধারণকে মাতিয়ে দিল ।এরপর মঞ্চে এলেন মাম্পী, তিনি একজন জনপ্রিয় গায়িকা সীমাহীন আনন্দ পরিবেশন করলেন কিছু জনপ্রিয় পরিচিত গান ।এরপর মঞ্চে এলেন সর্বশেষ আকর্ষণীয় শিল্পী তন্ময়।তন্ময় এর জনপ্রিয়তা আজও সর্বশীর্ষে ,মানুষের ভিড় যেন আরো বেড়ে উঠল তন্ময় মঞ্চে আসার সাথে সাথে। ক্লাব সম্পাদক পার্থ মাইতি জানালেন জেলার সবচেয়ে বড় ফুটবল টুর্নামেন্ট আয়োজন করে আগরপাড়া ক্রীড়া সংস্থা কিন্তু করোনার প্রকোপে দীর্ঘ দুই বছর আগরপাড়ার মানুষকে সংস্থার পক্ষ থেকে আনন্দদায়ক কোন অনুষ্ঠান তারা উপহার দিতে পারেননি। এই জন্য এবছর নববর্ষকে স্বাগত জানাতে এত বড় উৎসবের আয়োজন। বিজ্ঞাপনদাতা থেকে সাধারণ মানুষ অংশগ্রহণ অসাধারণ। ধন্যবাদ জ্ঞাপন করলেন এলাকার সমস্ত মানুষ যারা বিভিন্ন দিক দিয়ে এই উৎসব অনুষ্ঠান সংঘটিত হবার জন্য তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ।তন্ময় সুলগ্না মাম্পি যেভাবে মানুষের মন জয় করল আগরপাড়ার বুকে এই ধরনের অভিনব অনুষ্ঠান সত্যিই অনবদ্য ও চমকপ্রদক।।