চন্দ্রিমা আর আর ফ্যাশনে নতুন লুকে দিশা।

রাজেন বিশ্বাস,

এবারে “চন্দ্রিমা আর আর ফ্যাশন হাব” এর নতুন কালেকশনের শ্যুটে অভিনেত্রী দিশা। সবুজ, সাদা রঙের শাড়ীতে ভিন্ন লুকে ক্যামেরায় ধরা পরলো অভিনেত্রী। সম্প্রতি কলকাতাতে শ্যুট হয়েছে এই নতুন কালেকশনের।

এর আগে নানা ব্র‍্যান্ডের শ্যুটে দেখা গিয়েছে অভিনেত্রী, মডেল দিশাকে। নানান লুকে ক্যামেরার সামনে অপরুপ ভাবে ধরা পরেছিল তিনি। সম্প্রতি তার নতুন একটি প্রজেক্টের শ্যুটিং শেষ হয়েছে কাশ্মীরের অপরুপ পরিবেশে। আর এবার কলকাতা শহরে চন্দ্রিমার কালেশকানে নানান লুকে দিশা।

অভিনেত্রী দিশা জানান “চন্দ্রিমা আর আর ফ্যাশন হাব” এর সাথে কাজ করার অভিজ্ঞতা দারুন। খুব ভালো টিম, খুব হেল্পফুল। যেটা একজন অভিনেত্রীর কাছে খুব আনন্দের। আশা করছি নতুন লুক গুলো সবার পছন্দ হবে।

Leave a Reply