রিম্পা মজুমদার হুগলি; চন্দননগর সাবিনারা জগদ্ধাত্রী পূজা কমিটির সুবর্ণ জয়ন্তী বর্ষ উপলক্ষ্যে এক রক্তদান শিবিরের আয়োজন করেছিলেন জগদ্ধাত্রী পূজোর কমিটির সদস্যেরা।এদিনের রক্তদান শিবিরে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।চন্দননগর বিধানসভার বিধায়ক তথা পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সাংস্কৃতি বিভাগের মন্ত্রি ইন্দ্রনীল সেন,চন্দননগর পৌর নিগমের মহা নাগরিক শ্রী রাম চক্রবর্তী, উপ মহা নাগরিক মুন্না আগরওয়াল, ১৮ নম্বর ওয়ার্ড এর পৌরসদস্যা সবিতা দাস, ১৯ নম্বর ওয়ার্ড এর পৌরসদস্যা সুপ্রীতি দত্ত,চন্দননগর কেন্দ্রীয় জগদ্ধাত্রী পূজো কমিটির সম্পাদক শুভজিৎ সাউ, প্রমুখ।মেডিক্যাল কলেজের সহযোগিতায় এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় ১৭ই এপ্রিল ২০২২ এ। প্রচণ্ড উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে ৭০ জন রক্তদাতা তাদের অমুল্য রক্তদান করেন । বিশিষ্ট অতিথিবৃন্দ এই অনুষ্ঠানে তাদের অমুল্য উপস্থিতির মাধ্যমে উৎসাহিত করেন।

Leave a Reply