ঘুষের বিনিময়ে বদলী? অডিও রেকর্ডিং কান্ডে তদন্তভার সিআইডির ডিআইজি কে

মোল্লা শফিকুল ইসলাম (দুলাল)

বৃহস্পতিবার দুপুরে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে ঘুষের বিনিময়ে বদলী মামলার শুনানি হলো। এদিন বিচারপতি ঘুষ সংক্রান্ত অডিও রেকর্ডিং বিষয়টি তদন্তের জন্য সিআইডির ডিআইজি কে নির্দেশ দিয়েছেন। আগামী এক মাসের মধ্যে তদন্ত রিপোর্ট পেশ করতে হবে বলে নির্দেশ দেয় কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস।গত বুধবার  আদালতে এই অডিও রেকর্ডিং শুনেছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায়। এই ইস্যুতে বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায় দু’পক্ষের হলফনামা চেয়েছিলেন।বৃহস্পতিবার  গুরুত্বপূর্ণ নির্দেশ দিলেন এই  অডিও রেকর্ডিং ইস্যুতে। এই ঘটনায় ডিআইজি-সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি। একই সঙ্গে জানিয়েছেন, যে অডিওর মাধ্যমে টাকা লেনদেনের কথা হয়েছে সেই পরিচালনা কমিটি সদস্য অসিত কুমার গোস্বামী এবং অনুপ কুমার সামন্তের মোবাইল জমা নেবে ডিআইজি সিআইডি। এই ঘটনায় ডিআইজি সিআইডি মামলাকারির মোবাইল ফোনের কথোপকথন খতিয়ে দেখবেন। মামলার যাবতীয় তথ্য স্থানীয় পুলিশ স্টেশনের মাধ্যমে ডিআইজি সিআইডির দফতরে জমা দিতে হবে।আদালত সুত্রে প্রকাশ, পশ্চিম মেদিনীপুরের মানসুকা লক্ষ্মী নারায়ণ হাই স্কুলের সহকারী শিক্ষক গণেশ রজক বদলির আবেদন করেন। প্রথম দফায় স্কুল তাঁর আবেদন খারিজ করে দেয়। তবে পরে একজনের মারফত ম্যানেজিং কমিটির সদস্য অসিত গোস্বামীর সঙ্গে কথা হয় তাঁর। সেখানে ফোনে তাঁর কাছ থেকে ১ লক্ষ ২৫ হাজার টাকা দাবি করেন অসিত। তিনি এও জানান, আগে যাঁরা বদলি নিয়েছেন তাঁরাও টাকা দিয়েছেন। এদিকে আবেদনকারী পক্ষের আইনজীবী জানিয়েছেন, তাঁর মক্কেলের বাবা চোখে দেখতে পান না। মাও অসুস্থ। সেই কারণেই বদলি চাওয়া হয়েছিল। এই মামলার পরবর্তী শুনানি ২৮মে রয়েছে বলে জানা গেছে ।

Leave a Reply