ঘাটশিলায় বিশ্বনবী দিবস পালন।
সকলকে ঐক্যবদ্ধ হয়ে মানবিক সমাজ গঠনের আহ্বান সাহিম সিদ্দিকীর।

জাহির আব্বাস,

বর্ধমান ২ ব্লকের ঘাটশিলা গ্রামে শনিবার ” বিশ্ব নবী দিবস ” উপলক্ষে একটি জালসার আয়োজন করা হয়।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ফুরফুরা শরীফের পীরজাদা হযরত মাওলানা সাহিম সিদ্দিকী সাহেব । পাশাপাশি এদিন ফুরফুরা শরিফের বয়োজ্যেষ্ঠ পীর মরহুম আল্লামা হযরত মাওলানা ইব্রাহীম সিদ্দিকী সাহেবের সওয়াব রেসানি উপলক্ষে দোয়ার ও মজলিস হয়। দোয়া করেন পীরজাদা হযরত সওবান সিদ্দিকী সাহেব। উপস্থিত ছিলেন, ঘাটশীলা মাদ্রাসার প্রাক্তন সুপারিনটেনডেন্ট, প. ব সরকার কর্তৃক শিক্ষারত্ন সম্মানে ভূষিত মৌলানা এহসানুল হক সাহেব, হাফেজ মৌলানা খলিলুল্লাহ সাহেব, মৌলানা সারওয়ার সাহেব প্রমুখ।
উক্ত সভায় সাহিম সিদ্দিকী সাহেব নবী (স) নির্দেশিত দুনিয়া ও আখেরাতের সাফল্য লাভের পথ অনুকরণের কথা বলেন এবং সকলকে ঐক্যবদ্ধ হয়ে মানবিক সমাজ গঠনের আহ্বান জানান। তিনি বলেন,পরিপূর্ণ ইসলামিক চেতনা ও সুফিবাদ চর্চার মাধ্যমে নফসের অপার তৃপ্তি লাভ হয়। আমরা ইবাদত করি অথচ তৃপ্তি পাই না। নফসের তৃপ্তির খোরাক যোগায় তাসাউফ চর্চা। বর্তমান উদ্ভুত পরিস্থিতিতে সকলকে তিনি স্বাস্থ্য বিধি মেনে চলার পরামর্শও দেন।
এদিনের নবী দিবসের সভাকে সাফল্য মন্ডিত করতে স্থানীয় প্রশাসন ও শক্তিগড় থানার পুলিশ যথেষ্ট সহায়তা করেন বলে জানান উদ্যোক্তারা।

Leave a Reply