Spread the love

ঘটনাস্থলেই ছিলেন না তবুও গ্রেপ্তার তরুণী, আরজিকর হাসপাতালে ভাঙচুর কান্ডে রিপোর্ট তলব হাইকোর্টের 

নিজস্ব প্রতিনিধি, 

মঙ্গলবার কলকাতা হাইকোর্টে উঠে আরজিকর হাসপাতালে হামলা সংক্রান্ত মামলা।গত ১৪ অগস্ট রাতে আরজি কর হাসপাতাল ভাঙচুরের ঘটনায় এক তরুণীকে গ্রেফতারের ঘটনায় রাজ্যের কাছে রিপোর্ট চাইল কলকাতা হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের নির্দেশ, -‘ কেন ওই তরুণীকে গ্রেফতার করা হয়েছে, আগামী ৫ সেপ্টেম্বর রাজ্যকে সে বিষয়ে রিপোর্ট দিতে হবে। আগামী ৬ সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানি’।গত ১৪ অগস্ট রাতে হাসপাতাল ভাঙচুরের ঘটনায় রুমা দাস নামে তরুণীকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। ওই গ্রেফতারির বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হয় তরুণীর পরিবার। তাদের অভিযোগ, -‘আরজি কর হাসপাতালে হামলা ও ভাঙচুরের ঘটনায় আসল অপরাধীদের আড়াল করতে অনেক নিরীহ লোককে গ্রেফতার করেছে পুলিশ।ওই দিন ঘটনাস্থলেই যাননি তরুণী। সিসিটিভিতে তাঁর ছবি দেখা যায়নি। ঘটনার কয়েক ঘণ্টার মধ্যে অর্থাৎ, ১৫ অগস্ট ভোরবেলা টালা সেতুর উপর থেকে ওই তরুণীকে গ্রেফতার করে পুলিশ। কোন অভিযোগের পরিপ্রেক্ষিতে গ্রেফতার?  তা নিয়ে প্রশ্ন তোলে ওই তরুণীর পরিবার। তাঁর মুক্তি চেয়ে তারাকলকাতা হাইকোর্টের  দ্বারস্থ হয়েছেন।আরজি করের ঘটনার প্রতিবাদে ১৪ অগস্ট মধ্যরাতে রাজ্যের বিভিন্ন জায়গায় ‘রাত দখলের’ কর্মসূচি নেন মহিলারা। কলকাতার বিভিন্ন জায়গায় একত্রিত হয়েছিলেন বহু মহিলা। তাতে যোগ দেন পুরুষেরাও। শান্তিপূর্ণ ওই প্রতিবাদ কর্মসূচিতে আচমকাই ছন্দপতন ঘটে। একটি মিছিল থেকে একদল দুষ্কৃতী জোর করে আরজি করে ঢুকে পড়ে। আন্দোলনরত পড়ুয়ারা বারবার বাধা দিলেও ওই জনতাকে তাঁরা আটকাতে সক্ষম হননি। হাসপাতালের একাংশে চলে ভাঙচুর। ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় আরজি করের চিকিৎসকদের প্রতিবাদমঞ্চ। পুলিশকে কার্যত অসহায় দেখায় ঘটনাস্থলে। পরে কলকাতা পুলিশ কমিশনার বিনীত জানান, এত সংখ্যক মানুষ ওই ভাবে জড়ো হবেন এবং আক্রমণ চালাতে পারেন হাসপাতালে, সেটা তাঁরা ভাবতেই পারেননি। নিজেদের ব্যর্থতার কথাও স্বীকার করে নেন তিনি। এই ঘটনায় প্রায় ৪০ জনকে গ্রেফতার করে লালবাজার।ভাঙচুরের ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট। আগামী ৬ সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানি কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *