Spread the love

গ্লোবাল হিউম্যান রাইটস -র মানব অধিকার সভা ও বস্ত্র বিতরণ

হাফিজুল ইসলাম,ব্যারাকপুর

প্রতি বছরের ন্যায় এবারও গ্লোবাল হিউম্যান রাইটস প্রোটেকশান ফোরাম পক্ষ থেকে উত্তর২৪ পরগনার আগরপাড়ায় উসমানপুর বটতলার মন্দাক্রান্তা ভবনে অনুষ্ঠান অনুষ্ঠিত হল।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পানিহাটি পৌরসভার চেয়ারম্যান হিমাংশু দেব।তিনি বলেন,”আজ যে হিউম্যান রাইটসের উর্দ্যোগে অনুষ্ঠান হল আমি খুশি,চারিদিকে যে হিন্দু ,মুসলিম নিয়ে দণ্ড,আজকে সবাই একই মঞ্চে থেকে যে ঐকো র বার্তা দিল খুব ভালো লাগছে।
জাতীয় অ্যাডভাইজার অলোক ব্যানার্জি বলেন,”আমরা অসহায়, নিপড়িত,বঞ্চিতদের নিয়ে বিভিন্ন সময় একাধিক সেবা মূলক কাজ করে চলেছি,আগামী দিনেও করব।”
রাজ্য সভাপতি সুপর্ণা রায় বলেন,”সাহিত্যকে ভালোবাসি, এছাড়াও যারা অসহায় ,গরীব তারা যেন পুজোর দিনে সুন্দর ভাবে কাটাতে পারে তাই শাড়ি বিতরণ করলাম”

এদিনের অনুষ্ঠানে বক্তৃতা,কবিতা পাঠ,আবৃত্তি,গান, নাচ পরিবেশন করা হয়। বিশেষ করে বিহু নাচ সকলকে মুগ্ধ করে।

এদিন অসম,ত্রিপুরা,কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলা থেকে দেড়শতাধিক কবি, আবৃ্তিকার,বাচিক শিল্পী ও সাহিত্যিকরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *