গ্রাম জাগাও চোর তাড়াও বাংলা বাঁচাও এই দাবিতেই পিআইএমের পদযাত্রা রূপুষপুর অঞ্চল এলাকায়

শেখ রিয়াজউদ্দিন বীরভূম:- গ্রাম জাগাও, চোর তারাও, বাংলা বাঁচাও কর্মসূচিকে সামনে রেখে এবং বিভিন্ন দাবির পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার সিপিআইএম খয়রাশোল এরিয়া কমিটির ডাকে রুপুষপুর পঞ্চায়েত এলাকার বিভিন্ন গ্রামে পদযাত্রা অনুষ্ঠিত হয়। এদিন
খয়রাসোল ব্লকের রুপুষপুর পঞ্চায়েত এলাকার চৌদ্দটি গ্রাম ছুঁয়ে বারোটি বুথের মধ্যে পদযাত্রা সংঘটিত হয়। ঝাড়খন্ড সীমান্তবর্তী জাহিদপুর-হাতিকাটা গ্রাম থেকে পদযাত্রা শুরু হয় শতাধিক দলীয় কর্মী সমর্থকদের নিয়ে এবং শেষ করেন ছোড়া -ডেমুরিয়া গ্রামে গিয়ে। উল্লেখ্য রুপুষপুর -লোকপুর পঞ্চায়েত এলাকায় দীর্ঘদিন পর লালঝান্ডার মিছিল দেখলো এলাকাবাসী। গোটা পদযাত্রায় উপস্থিত ছিলেন সিপিআইএম জেলা সম্পাদক মন্ডলীর সদস্য শীতল বাউরি, খয়রাসোল এরিয়া কমিটির সম্পাদক দিলীপ গোপ,শ্যামাপদ বাউরি, মহাবীর কর্মকার,দয়াময় বাগ্দী,বেনীমাধব বাউরি,ধনপতি দাস প্রমুখ।

Leave a Reply