গোসাবা দিবস উদযাপন

বনি সিংহ: সুন্দরবন গোসাবা সম্মিলনীর উদ্যোগে আয়োজিত গোসাবা দিবস উদযাপন অনুষ্ঠিত হলো রবিবার ‌১০ই ডিসেম্বর (২০২৩) খেয়াদহ হাইস্কুলে। এই অতি প্রিয় বাৎসরিক মিলন উৎসব হল গোসাবা ব্লক সুন্দরবনবাসীদের। এ বছর গোসাবা দিবস উদযাপন দশম বর্ষে পদার্পণ করল। উদ্বোধন করেন জেলা সভাধিপতি নীলিমা বিশাল মিস্ত্রি। এদিন গোসাবার উন্নয়ন নিয়ে একাধিক আলোচনা হয়। কিভাবে গোসাবার উন্নয়ন হবে এ বিষয়ে গোসাবার বিধায়ক সুব্রত মন্ডল বলেন খুব তাড়াতাড়ি একটি বৈঠকী অনুষ্ঠান হবে এবং সেই বৈঠক থেকেই উন্নয়নের রূপরেখা তৈরি হবে সুন্দরবনের গোসাবার। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা সভাধিপতি নীলিমা বিশাল মিস্ত্রি, গোসাবার বিধায়ক সুব্রত মন্ডল, কৃষি দপ্তরের অ্যআডইশনআল ডিরেক্টর স্বপ্না শিকদার, সুন্দরবন আল-মানার মিশনারি গার্লস এবং বয়েজ স্কুলের কর্ণধার ও ঘুটিয়ারি শরীফ হাই মাদ্রাসার শিক্ষক আনোয়ার হোসেন কাসেমী, ঘুটিয়ারি শরীফ হাই মাদ্রাসার প্রধান শিক্ষক সুকুমার মন্ডল, নীলিমা মন্ডল, সুন্দরবন গোসাবা সম্মিলনী সভাপতি ও প্রতিষ্ঠাতা দুর্গাপদ সাঁফুই, সম্পাদক সঞ্জিত যতদার, ও কোষাধক্ষ সুনীল মন্ডল। এদিন সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন প্রধান শিক্ষক আলতাফ শেখ।

Leave a Reply