Spread the love

গুসকরা মেলার মাঠে ‘কামদুঘা’ পত্রিকার সাহিত্যসভা

পারিজাত মোল্লা,

গত বুধবার সারাদিন ব্যাপি বিরাট সাহিত্য সভা অনুষ্ঠিত হয়। পূর্ব বর্ধমান জেলার গুসকরা মেলার মাঠে রটন্তী কালীতলায় অনুষ্ঠিত হয় ‘কামদুঘা’ পত্রিকার উদ্যোগে সাহিত্যসভা । এই সভায় বহু গুণী ও বিশিষ্ট ব্যক্তিত্বরা উপস্থিত হয়েছিলেন। উপস্থিত ছিলেন পদ্মশ্রী পদকপ্রাপ্ত এক টাকার শিক্ষক তথা সদাই ফকিরের পাঠশালা খ্যাত সুজিত চট্টোপাধ্যায়, উপস্থিত ছিলেন গুসকরা পৌরসভার চেয়ারম্যান কুশল মুখোপাধ্যায়, ভাইস চেয়ারম্যান বেলী বেগম , পূর্ব বর্ধমানের বিশিষ্ট সঞ্চালক শ্যামাপ্রসাদ চৌধুরী। অসংখ্য কবি সাহিত্যিক বুদ্ধিজীবী রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে উপস্থিত হন। এমন কি সুদূর বাংলাদেশ থেকেও খুবই সাহিত্যিকরা হাজির হন গুসকরায় মেলার মাঠে। মূল উদ্যোক্তা ‘কামদুঘা’ পত্রিকার সম্পাদক ধনঞ্জয় বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন -” বহু বছর ধরে এই সাহিত্য সভার তিনি আয়োজন করে যাচ্ছেন। তার উদ্দেশ্য হচ্ছে বিভিন্ন কবি সাহিত্যিক বুদ্ধিজীবীদের কে একত্রিত করা এবং তাদের মনের ভাব বিনিময় করে একটি সুস্থ সমাজ তৈরি করা”। তিনি আগত সমস্ত অতিথীদেরকে বরণ করেন এবং তাদেরকে স্বাগত জানান। কবি সাহিত্যিক বুদ্ধিজীবীরা উপস্থিত কবিতা পাঠ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *