গুসকরায় পালিত হলো তৃণমূলের প্রতিষ্ঠা দিবস
জ্যোতি প্রকাশ মুখার্জ্জী
যেকোনো ব্যক্তির কাছে জন্মদিন যেমন গুরুত্বপূর্ণ তেমনি রাজনৈতিক দলগুলোর কাছে গুরুত্বপূর্ণ তার প্রতিষ্ঠা দিবস। সুতরাং তৃণমূল কংগ্রেস কর্মীদের কাছেও দলের প্রতিষ্ঠা দিবস একটি বিশেষ দিন। কংগ্রেস ছেড়ে মমতা ব্যানার্জ্জী ১৯৯৮ সালের ১ লা জানুয়ারি তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা করেন। তারপর দেখতে দেখতে নানা প্রতিকূল পরিস্থিতি সামলে দিয়ে ২৬ টা বছর পেরিয়ে গেছে। দল এই রাজ্যে ক্ষমতা লাভ করেছে। আজও দিনটি তারা মর্যাদার সঙ্গে পালন করে চলেছে।
সারা রাজ্যের সঙ্গে গুসকরা শহর ও যুব তৃণমূলের উদ্যোগে শহরের দলীয় কার্যালয়ে সমস্ত স্তরের নেতা-কর্মীদের উপস্থিতিতে দলের ২৭ তম প্রতিষ্ঠা দিবস পালন করা হয়। দলীয় পতাকা উত্তোলন করেন গুসকরা পুরসভার চেয়ারম্যান কুশল মুখার্জী। উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান বেলী বেগম, পূর্ব বর্ধমান জেলা তৃণমূল সহ সভানেত্রী মল্লিকা চোঙদার, প্রতিটি ওয়ার্ডের কাউন্সিলর, তৃণমূল ছাত্র পরিষদের সৌম্যদীপ চ্যাটার্জি, অরুণ সাউ এবং শহর যুব সভাপতি কার্তিক পাঁজা ও সভাপতি দেবব্রত শ্যাম সহ অসংখ্য তৃণমূল কর্মী।
একইসঙ্গে একটি পদযাত্রারও আয়োজন করা হয়। শহরের বিভিন্ন প্রান্ত ঘুরে পদযাত্রা দলীয় কার্যালয়ে শেষ হয়। সেখানে প্রবীণ ১০ জন তৃণমূল কর্মীকে সম্বর্ধনা দেওয়া হয়। পাশাপাশি গুসকরা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি থাকা রুগীদের হাতে সামান্য কিছু ফলমূল তুলে দেওয়া হয়। বাচ্চা রুগীর মাথায় হাত বুলিয়ে তাকে সান্ত্বনা দেন চেয়ারম্যান।
দেবব্রত বাবু বলেন – আজকের দিনটি প্রতিটি তৃণমূল কর্মীর কাছে খুবই তাৎপর্যের দিন। তাই যথাযোগ্য মর্যাদা সহকারে দিনটি আমরা পালন করে চলেছি। তিনি আরও বলেন – আসন্ন লোকসভা নির্বাচনে প্রতিটি ওয়ার্ড থেকে দলীয় প্রার্থীর জয় সুনিশ্চিত করার জন্য আজ থেকেই মাঠে নামতে হবে।